Dhaka রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শিবগঞ্জে মায়ের কোল থেকে ছিটকে পড়া শিশু ট্রলিচাপায় নিহত

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৩:৩৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
  • ২১৭ জন দেখেছেন

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী মায়ের কোল থেকে ছিটকে পড়ে ছয় মাসের শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিশুর নাম মো. আব্দুর রহমান। সে শিবগঞ্জ উপজেলার পার কালুপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

ওসি সাজ্জাদ হোসেন জানান, আজ আনুমানিক সাড়ে ১১টার দিকে বিদ্যুতের খুঁটি বহনকারী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল আরোহী মায়ের কোল থেকে ছিটকে পড়ে যায় শিশু মো. আব্দুর রহমান। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় আহত হন শিশুর মা। নিহত শিশুর মাকে স্থানীয়রা উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ওসি আরও জানান, ঘাতক ট্রলিটি জব্দ হলেও এর ড্রাইভার পলাতক রয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়ধীন রয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নাশকতা বা অগ্নিসংযোগের বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক পদক্ষেপ নেবে সরকার

শিবগঞ্জে মায়ের কোল থেকে ছিটকে পড়া শিশু ট্রলিচাপায় নিহত

প্রকাশের সময় : ০৩:৩৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী মায়ের কোল থেকে ছিটকে পড়ে ছয় মাসের শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিশুর নাম মো. আব্দুর রহমান। সে শিবগঞ্জ উপজেলার পার কালুপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

ওসি সাজ্জাদ হোসেন জানান, আজ আনুমানিক সাড়ে ১১টার দিকে বিদ্যুতের খুঁটি বহনকারী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল আরোহী মায়ের কোল থেকে ছিটকে পড়ে যায় শিশু মো. আব্দুর রহমান। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় আহত হন শিশুর মা। নিহত শিশুর মাকে স্থানীয়রা উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ওসি আরও জানান, ঘাতক ট্রলিটি জব্দ হলেও এর ড্রাইভার পলাতক রয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়ধীন রয়েছে।