Dhaka শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের দায়িত্বে লক্ষ্মীপুর সড়কে ফিরেছে শৃঙ্খলা

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : 

নতুন দেশ বির্নিমাণের প্রত্যয় নিয়ে শিক্ষার্থীরা দেশব্যাপী পরিষ্কার-পরিছন্ন ও যানজট নিরসনে রাজপথে মেনে পড়েছেন। তার ধারাবাহিকভাবে সকাল থেকে টিপ-টিপ বৃষ্টির মধ্যেই শিক্ষার্থীরা লক্ষ্মীপুরের বাজারের প্রধান সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন।

বুধবার (৭ আগস্ট) সকাল থেকে লক্ষ্মীপুর শহরের চকবাজার, উত্তর তেমুহনী (শহিদ আফনান চত্বর), দক্ষিণ তেমুহনী (শহিদ মাসরুর চত্বর), ঝুমুর (বৈষম্যবিরোধী আন্দোলন চত্বর)সহ বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে দেখা গেছে।

সাধারণ পথচারীরা জানান, একটি সুন্দর উদ্যোগ শিক্ষার্থীদের। সত্যিই আমরা মুগ্ধ। গতকাল দেখলাম তারা শহরের ধ্বংসস্তূপ পরিষ্কার-পরিচ্ছন্ন করছেন। আজ আবার তারা যানজট নিরসনের ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন। তাদের হাতে ছোট লাঠি, মুখে বাঁশির সুর। মনে হচ্ছে, আসল ট্রাফিক পুলিশের সদস্যেরা দায়িত্ব পালন করছে।

শিক্ষার্থীদের এমন কাজের প্রশংসা করেছেন পথচারী যাত্রী ও সাধারণ মানুষ। তারা বলছেন, শিক্ষার্থীরা আন্দোলন করে দেশের শাসন ব্যবস্থার পরিবর্তন করেছেন। তাদের চেষ্টায় দেশের আগামীও বদলে যাবে।

শিক্ষার্থীরা জানান, আমাদের দেশকে এখন গোছানোর পালা। যেহেতু এখনো কোনো সরকার গঠন হয়নি, এ মুহূর্তে পুলিশ বা ট্রাফিক পুলিশও নেই। রাস্তায় যেন যান চলাচলে সমস্যা না হয় তাই আমরা শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করছি। এ ছাড়া জেলার ভাঙচুরের ধ্বংসস্তূপগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করছি আমরা।

এদিকে সংখ্যালঘুদের ওপর হামলা ও লুটপাট এড়াতে তৎপর রয়েছে সেনাবাহিনী ও এলাকাবাসী। এদিন সকাল থেকে মেজর সানজিদের নেতৃত্বে সেনা সদস্যরা কালি বাড়ি, ইসকন মন্দির, শ্যাম সুন্দর জিউ আখড়াসহ শহরের বিভিন্ন মন্দির পরিদর্শন করেন। এ ছাড়া রাত জেগে এলাকা ও মন্দিরগুলো পাহারা দিচ্ছেন স্থানীয়রা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

শিক্ষার্থীদের দায়িত্বে লক্ষ্মীপুর সড়কে ফিরেছে শৃঙ্খলা

প্রকাশের সময় : ০৩:৪২:৩২ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : 

নতুন দেশ বির্নিমাণের প্রত্যয় নিয়ে শিক্ষার্থীরা দেশব্যাপী পরিষ্কার-পরিছন্ন ও যানজট নিরসনে রাজপথে মেনে পড়েছেন। তার ধারাবাহিকভাবে সকাল থেকে টিপ-টিপ বৃষ্টির মধ্যেই শিক্ষার্থীরা লক্ষ্মীপুরের বাজারের প্রধান সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন।

বুধবার (৭ আগস্ট) সকাল থেকে লক্ষ্মীপুর শহরের চকবাজার, উত্তর তেমুহনী (শহিদ আফনান চত্বর), দক্ষিণ তেমুহনী (শহিদ মাসরুর চত্বর), ঝুমুর (বৈষম্যবিরোধী আন্দোলন চত্বর)সহ বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে দেখা গেছে।

সাধারণ পথচারীরা জানান, একটি সুন্দর উদ্যোগ শিক্ষার্থীদের। সত্যিই আমরা মুগ্ধ। গতকাল দেখলাম তারা শহরের ধ্বংসস্তূপ পরিষ্কার-পরিচ্ছন্ন করছেন। আজ আবার তারা যানজট নিরসনের ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন। তাদের হাতে ছোট লাঠি, মুখে বাঁশির সুর। মনে হচ্ছে, আসল ট্রাফিক পুলিশের সদস্যেরা দায়িত্ব পালন করছে।

শিক্ষার্থীদের এমন কাজের প্রশংসা করেছেন পথচারী যাত্রী ও সাধারণ মানুষ। তারা বলছেন, শিক্ষার্থীরা আন্দোলন করে দেশের শাসন ব্যবস্থার পরিবর্তন করেছেন। তাদের চেষ্টায় দেশের আগামীও বদলে যাবে।

শিক্ষার্থীরা জানান, আমাদের দেশকে এখন গোছানোর পালা। যেহেতু এখনো কোনো সরকার গঠন হয়নি, এ মুহূর্তে পুলিশ বা ট্রাফিক পুলিশও নেই। রাস্তায় যেন যান চলাচলে সমস্যা না হয় তাই আমরা শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করছি। এ ছাড়া জেলার ভাঙচুরের ধ্বংসস্তূপগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করছি আমরা।

এদিকে সংখ্যালঘুদের ওপর হামলা ও লুটপাট এড়াতে তৎপর রয়েছে সেনাবাহিনী ও এলাকাবাসী। এদিন সকাল থেকে মেজর সানজিদের নেতৃত্বে সেনা সদস্যরা কালি বাড়ি, ইসকন মন্দির, শ্যাম সুন্দর জিউ আখড়াসহ শহরের বিভিন্ন মন্দির পরিদর্শন করেন। এ ছাড়া রাত জেগে এলাকা ও মন্দিরগুলো পাহারা দিচ্ছেন স্থানীয়রা।