শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৭:১১ পূর্বাহ্ন

শিকারির সামনেই এসে দাঁড়াল হরিণ! (ভিডিও)

যোগাযোগ ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
শিকারির সামনেই এসে দাঁড়াল হরিণ! (ভিডিও)
সংগৃহীত ছবি

হরিণ খুব সজাগ প্রাণী। বিপদের একটু আঁচ পেলেই সেখান থেকে ছুটে পালায়। কিন্তু শিকার আর শিকারির সম্পর্কে একটি বিপরীত দৃশ্য ধরা পড়েছে একটি ভিডিওতে।

সেখানে দেখা যাচ্ছে, গাছের আড়ালে একটি হরিণ দেখেই বন্দুক তাক করেছিলেন শিকারি। গাছের আড়াল থেকে বেরিয়ে আসা মাত্রই কয়েক হাত দূরে দাঁড়ানো শিকারিকে দেখে একটু থমকে গিয়েছিল হরিণটি। বন্দুকের ট্রিগারে সবে চাপ দিতে যাবেন, ঠিক তার আগেই শিকারিকে চমকে দিয়ে হরণটি পালিয়ে না গিয়ে শিকারির দিকেই ছুটে আসে।

হরিণটি শিকারির কাছে এসে দাঁড়ায়। শিকারি বন্দুকের নলটি তার মাথার কাছে ধরে। বন্দুকের নলের সামনে দাঁড়িয়েও অবিচল ছিল হরিণটি। শিকারির মুখে দিকে ফ্যালফ্যাল করে কয়েক সেকেন্ড তাকানোর পর মাথা ঘুরিয়ে কাকে যেন খোঁজার চেষ্টা করছিল সেটি। শান্ত অথচ চোখ ঘুরছিল এদিক ওদিক। হরিণের এমন কাণ্ডে শিকারির কঠোর মনও গলে গিয়েছিল।

যে প্রাণীটিকে মারতে কিছুক্ষণ আগেও যার হাত কেঁপে ওঠেনি, এবার সেই শিকারিই স্নেহের হাত বুলিয়ে দিলেন হরিণের মাথায়। বার কয়েক হরিণটির মাথায় হাত বোলাতেও দেখা গেল শিকারিকে।

 

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া

%d bloggers like this:
%d bloggers like this: