বলিউড বাদশা শাহরুখ খানের প্রেমে পড়েছিলেন ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী ফাতিমা সানা শেখ। তবে এই সময়ে না, ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত শাহরুখ খান অভিনীত ছবি ‘ওয়ান টু কা ফোর’ এর শুটিং সেটে।
সম্প্রতি এক সাক্ষাতকারে এমনটাই জানিয়েছেন দঙ্গল গার্ল। ফিল্মফেয়ারকে দেওয়া সেই সাক্ষাতকারে ফাতিমা জানিয়েছেন, ২০০১ সালে মুক্তি প্রাপ্ত ‘ওয়ান টু কা ফোর’ ছবিতে শিশুশিল্পীর চরিত্রে অভিনয় করেছিলাম আমি।
সেসময় শুটিং সেটে শাহরুখ খানের সাথে অনেক কথা হতো। তাকে খুব ভালো লেগেছিল। এমনকি তার প্রেমেও পড়ে গিয়েছিলাম। কিন্তু তখন আমি ছিলাম অনেক ছোট। তাই সেভাবে গুরুত্ব পাইনি।
তিনি বলেন, তবে খুব কষ্ট পেয়েছিলাম যখন জানতে পারি শাহরুখ বিবাহিত! আমার মন ভেঙে গিয়েছিল।
আমি কতটা কেঁদেছিলাম বলে বুঝাতে পারবো না। মনে হচ্ছিল যেন আমার হৃদয় ভেঙে চুরমার হয়ে গিয়েছে।
‘ওয়ান টু কা ফোর’ ছাড়াও ফাতিমা শিশুশিল্পীর চরিত্রে আরো অভিনয় করেছিলেন ‘চাচী ৪২০’ এবং ‘বড়ে দিলওয়ালা’ ছবিতে। তবে ফাতিমা আলোচনায় আসেন আমির খানের ‘দঙ্গল’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে।