বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১১:০৫ পূর্বাহ্ন

শাহজাদপুরে ট্যাংকলরি শ্রমিককে মারপিটের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
আপডেট : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
শাহজাদপুরে ট্যাংকলরি শ্রমিককে মারপিটের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
বিক্ষোভের ছবি : যোগযোগ

শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌ-বন্দরের লেবার হ্যান্ডেলিং ইজারাদার আব্দুস সালাম বেপারির দলবল কর্তৃক এক ট্যাংকলরি শ্রমিককে অমানবিক নির্যাতনের প্রতিবাদে গতকাল সোমবার সকালে উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিকেরা।

বিক্ষোভ সমাবেশে ট্যাংকলরি শ্রমিক নেতৃবৃন্দ ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে সালাম বেপারির লেবার হ্যান্ডেলিং ইজারা বাতিলপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে অনির্দিষ্ট কালের ধর্মঘট এবং উত্তরবঙ্গের ১৬ জেলায় জ¦ালানি তেল সরবরাহ বন্ধের ঘোষণা দেন।

উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আজিজুর রহমান গ্যাদা, সহ-সভাপতি ইউনুস আলী, সাধারন সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক আজমত মোল্লা, লাইন সেক্রেটারি ফেরদৌস হোসেন তারা প্রমূখ।

আরও পড়ুন : শাহজাদপুরে ৮ বছর পর ছাত্রদলের আহবায়ক কমিটি

বগুড়া-নগরবাড়ী মহাসড়কের বাঘাবাড়ীতে প্রায় ২ ঘন্টাব্যাপী ট্যাংকলরি শ্রমিকদের এ বিক্ষোভ চলাকালে মহাসড়কে সৃষ্ট তীব্র যানজটে হাজার হাজার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। পরে স্থানীয় এমপি আলহাজ¦ হাসিবুর রহমান স্বপন ঘটনাস্থলে গিয়ে উপযুক্ত বিচারের আশ^াস দিলে ২ ঘন্টা জ¦ালানি তেল উত্তোলন বন্ধ থাকার পর উত্তরাঞ্চলের ১৬ জেলায় তেল সরবরাহ শুরু ও আল্টিমেটাম প্রত্যাহার করে বিক্ষোভকারীরা শান্ত হয়।

 

উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক নেতৃবৃন্দ জানান, শনিবার (২৯ আগষ্ট) গভীর রাতে উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সদস্য সাদ্দাম হোসেনকে বাঘাবাড়ী নৌ-বন্দরের লেবার হ্যান্ডেলিং ইজারাদার সালাম বেপারির লোকজন ধরে নিয়ে দফায় দফায় বেধড়ক মারপিট করলে সাদ্দাম জ্ঞান হারিয়ে ফেলে।

পরিস্থিতি বেগতিক দেখে সালাম ব্যাপারীর লোকজনের কবল থেকে থানা পুলিশ উদ্ধার তাকে উদ্ধার করে স্বাস্থ্যসেবা দিয়ে থানায় নিয়ে যায়। পরে সাদ্দামের আত্মীয় স্বজনের কাছে তাকে হস্তান্তর করা হয় বলে উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোজাম্মেল হক জানান। এদিকে, এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ ট্যাংকলরি শ্রমিকেরা বাঘাবাড়ী নৌ-বন্দরের লেবার হ্যান্ডেলিং ইজারাদার আব্দুস সালামের ইজারা বাতিল ও শাস্তির দাবীতে বিক্ষোভে ফেটে পড়ে।

সোমবার বাঘাবাড়ী উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে বিক্ষুব্ধ শ্রমিকেরা সমবেত হয়ে থানার ইজারাদার সালাম বেপারির শাস্তির দাবীতে নানা শ্লোগান দিতে থাকে। বিক্ষোভ চলাকালে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের শান্ত করার চেষ্টাকালে পুলিশ সদস্য আব্দুল বাছেদ আহত হন। এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বলেন, সালাম বেপারির লোকজন এক ট্যাংকলরি শ্রমিককে মারপিটের খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শ্রমিককে উদ্ধার করে চিকিৎসাসেবা দিয়ে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে কারো কোন অভিযোগ থাকলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া