শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৮:০৪ পূর্বাহ্ন

শহরে পরিবহন ধর্মঘট, সারারাত হেঁটে কনের বাড়ি গেলেন বর

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
শহরে পরিবহন ধর্মঘট, সারারাত হেঁটে কনের বাড়ি গেলেন বর

আন্তর্জাতিক ডেস্ক : 

শহরজুড়ে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। এতে সড়কে নেই কোনো যানবাহন। আর তাতেই নিদারুণ বিপাকে পড়ল এক বর ও তার পরিবারের সদস্যরা। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে হেঁটে হেঁটেই যেতে হলো কনের বাড়ী। দীর্ঘ ২৮ কিলোমিটার পথ হেঁটে যাওয়ার পর যথারীতি সম্পন্ন হলো বিয়ে।

সম্প্রতি ভারতের উড়িষ্যা রাজ্যের রায়গড়া জেলায় ঘটেছে এমন ঘটনা। বরের বাড়ি রায়গাদা জেলার কল্যাণসিংহপুর ব্লকের সুনাখান্দি পঞ্চায়েতে। আর কনের বাড়ি একই জেলার দিবালাপাদু গ্রামে। বৃহস্পতিবার (১৬ মার্চ) সারা রাত হেঁটে তারা দিবালাপাদু গ্রামে পৌঁছানোর পর শুক্রবার (১৭ মার্চ) তারা গাঁটছড়া বাঁধেন।

কিন্তু গত বুধবার থেকেই রাজ্যব্যাপী অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছেন গাড়িচালকরা। ফলে বরযাত্রীদের জন্য গাড়ির ব্যবস্থা করা সম্ভব হয়নি। এ কারণে হেঁটেই গন্তব্যে পৌঁছানোর সিদ্ধান্ত নেয় বরের পরিবার।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বর ও তার পরিবারের সদস্যরা রাতের অন্ধকারে হেঁটে যাচ্ছেন। তাদের মধ্যে কিছু নারীও রয়েছেন।

বরের পরিবারের এক সদস্য বলেন, গাড়িচালকদের ধর্মঘটের কারণে কোনো পরিবহন পাওয়া যাচ্ছিল না। আমরা সারারাত হেঁটে কনের গ্রামে পৌঁছালাম। আমাদের আর কোনো উপায় ছিল না।

শুক্রবার সকালে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। কিন্তু তারপরও বর ও তার পরিবারের সদস্যরা কনের বাড়িতেই থেকে যান। গাড়িচালক সমিতির ধর্মঘট প্রত্যাহারের জন্য অপেক্ষা করেন তারা।

বিমা, পেনশন, কল্যাণ বোর্ড গঠন এবং অন্যদের মতো সামাজিক কল্যাণমূলক পদক্ষেপের দাবিতে গত বুধবার থেকে রাজ্যজুড়ে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছিল চালক একতা মহাসঙ্ঘ। পরে রাজ্য সরকারের আশ্বাসের শুক্রবার ৯০ দিনের জন্য ধর্মঘট স্থগিত করেছেন উড়িষ্যার বাণিজ্যিক যানবাহনের চালকরা।

রাজ্যজুড়ে দুই লাখের বেশি গাড়িচালকের ধর্মঘট স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করেছে। এর জন্য অফিসগামী ও পর্যটকদের পাশাপাশি দুর্ভোগে পড়েন সাধারণ মানুষও। ধর্মঘটের ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামও বেড়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া

%d bloggers like this:
%d bloggers like this: