Dhaka বুধবার, ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

‘লাল পতাকা’ উড়ছে এমসি কলেজ ফটকে

  • সিলেট প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৬:৩৪:৫২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০
  • ১৯৭ জন দেখেছেন

ফাইল ছবি

সিলেট এমসি কলেজের ছাত্রাবাসসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে এমসি কলেজে লাল পতাকা উড়ানো হচ্ছে। এক দল তরুণ সতর্কবার্তা হিসেবে কলেজের ফটকে এই লাল পতাকা উড্ডয়ন করেছে বলে জানা গেছে।

তরুণরা জানায়, এখন থেকে এমসি’র ফটকে এই লাল পতাকা উড়তে থাকবে। গত ২৫শে সেপ্টেম্বর সিলেটের এমসি কলেজে ছাত্রলীগের কর্মীরা জোরপূর্বক স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ করে।

এ ঘটনার পর থেকে এমসি কলেজের প্রধান ফটক, ছাত্রাবাসের সামনে সহ নগরের বিভিন্ন জায়গায় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আন্দোলন চালানো হচ্ছে। ‘দুষ্কাল প্রতিরোধে আমরা’ নামের একটি সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে সিলেটে ইতিমধ্যে নানা কর্মসূচি পালন করা হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় রাস্তা অবরোধ করে তারা প্রতিবাদ জানিয়েছে।

আরও পড়ুন : ধর্ষণের প্রতিবাদে উত্তাল শাহবাগ : ৯ দফা দাবি

শনিবার বিকাল ৪টায় ওই সংগঠনের নেতাকর্মীরা ব্যানার নিয়ে এমসি কলেজ ফটকে যায়। সেখানে গিয়ে তারা টিলাগড়-বালুচর এলাকা গডফাদার ও দুর্বৃত্তমুক্ত না করা পর্যন্ত জরুরি সতর্কীকরণে লাল পতাকা উড্ডয়ন কর্মসূচি শুরু করেন। এ সময় প্রধান ফটকে টানিয়ে দেয়া হয় একটি লাল পতাকা।

পরে সেখানে সমাবেশ করে ধর্ষণকারীদের গডফাদারদেরও আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান নেতৃবৃন্দ। দুষ্কাল প্রতিরোধে আমরা সামাজিক সংগঠনের সংগঠক ও সিলেটের পরিবেশ আন্দোলন বাপার সাধারণ সম্পাদক আব্দুল করিম কীম জানিয়েছেন- যেসব জায়গায় অপকর্ম হচ্ছে সেসব জায়গাকে দুর্বৃত্তমুক্ত রাখতে এই কর্মসূচি পালন করা হচ্ছে।

কোথাও রাস্তা ভেঙে গেলে মানুষ লাল পতাকা টানিয়ে দেয়। মানুষকে সতর্ক করতেই আমরা এমসি’র ফটকে লাল পতাকা টানিয়ে দিয়েছি। আশা করি- সবার প্রতিবাদে দুর্বৃত্তমুক্ত হবে সিলেটের এমসি কলেজ।

আবহাওয়া

বদলির চিঠি প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় ৮ কর কর্মকর্তা বরখাস্ত

‘লাল পতাকা’ উড়ছে এমসি কলেজ ফটকে

প্রকাশের সময় : ০৬:৩৪:৫২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০

সিলেট এমসি কলেজের ছাত্রাবাসসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে এমসি কলেজে লাল পতাকা উড়ানো হচ্ছে। এক দল তরুণ সতর্কবার্তা হিসেবে কলেজের ফটকে এই লাল পতাকা উড্ডয়ন করেছে বলে জানা গেছে।

তরুণরা জানায়, এখন থেকে এমসি’র ফটকে এই লাল পতাকা উড়তে থাকবে। গত ২৫শে সেপ্টেম্বর সিলেটের এমসি কলেজে ছাত্রলীগের কর্মীরা জোরপূর্বক স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ করে।

এ ঘটনার পর থেকে এমসি কলেজের প্রধান ফটক, ছাত্রাবাসের সামনে সহ নগরের বিভিন্ন জায়গায় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আন্দোলন চালানো হচ্ছে। ‘দুষ্কাল প্রতিরোধে আমরা’ নামের একটি সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে সিলেটে ইতিমধ্যে নানা কর্মসূচি পালন করা হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় রাস্তা অবরোধ করে তারা প্রতিবাদ জানিয়েছে।

আরও পড়ুন : ধর্ষণের প্রতিবাদে উত্তাল শাহবাগ : ৯ দফা দাবি

শনিবার বিকাল ৪টায় ওই সংগঠনের নেতাকর্মীরা ব্যানার নিয়ে এমসি কলেজ ফটকে যায়। সেখানে গিয়ে তারা টিলাগড়-বালুচর এলাকা গডফাদার ও দুর্বৃত্তমুক্ত না করা পর্যন্ত জরুরি সতর্কীকরণে লাল পতাকা উড্ডয়ন কর্মসূচি শুরু করেন। এ সময় প্রধান ফটকে টানিয়ে দেয়া হয় একটি লাল পতাকা।

পরে সেখানে সমাবেশ করে ধর্ষণকারীদের গডফাদারদেরও আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান নেতৃবৃন্দ। দুষ্কাল প্রতিরোধে আমরা সামাজিক সংগঠনের সংগঠক ও সিলেটের পরিবেশ আন্দোলন বাপার সাধারণ সম্পাদক আব্দুল করিম কীম জানিয়েছেন- যেসব জায়গায় অপকর্ম হচ্ছে সেসব জায়গাকে দুর্বৃত্তমুক্ত রাখতে এই কর্মসূচি পালন করা হচ্ছে।

কোথাও রাস্তা ভেঙে গেলে মানুষ লাল পতাকা টানিয়ে দেয়। মানুষকে সতর্ক করতেই আমরা এমসি’র ফটকে লাল পতাকা টানিয়ে দিয়েছি। আশা করি- সবার প্রতিবাদে দুর্বৃত্তমুক্ত হবে সিলেটের এমসি কলেজ।