রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৯:১৪ অপরাহ্ন

লালমনিরহাটে মোটরসাইকেল থেকে পড়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

লালমনিরহাট জেলা প্রতিনিধি
আপডেট : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
লালমনিরহাটে মোটরসাইকেল থেকে পড়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

লালমনিরহাট জেলা প্রতিনিধি : 

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ফিরোজ হোসেন জিহাদ বাবু (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলার দলগ্রাম ইউনিয়নের কালভৈরব বাজারের তেঁতুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফিরোজ হোসেন জিহাদ বাবু ভেলাগুড়ি ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি ছিলেন এবং তিনি হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের মৃত রুহুল আমিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সূত্রে জানা গেছে, ফিরোজ হোসেন গতকাল সকালের দিকে মোটরসাইকেল নিয়ে নিজ বাড়ি থেকে রংপুরে বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। পরে গতকাল রাতেই সেখান থেকে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে কালভার্টের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক।

পারিবারিক সূত্রে জানা যায়, ফিরোজ হোসেন বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন এবং চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন। সম্প্রতি তিনি সুস্থ হয়ে এক সপ্তাহ আগে বাড়িতে ফিরেন। শুক্রবার সকালে তিনি রংপুরে এক আত্মীয়ের বাড়িতে যান এবং ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে জানতে চাইলে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) এরশাদুল ইসলাম জানান, ফিরোজ হোসেনের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া