সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১১:১৯ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি  
আপডেট : রবিবার, ২৬ মে, ২০২৪
লক্ষ্মীপুরে সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি  : 
লক্ষ্মীপুরের রায়পুরে সেপটিক ট্যাংকে নেমে কাদের হোসেন (২১) ও রবিন হোসেন (২৮) নামে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় অন্য এক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।
রোববার (২৬ মে) বিকেলে রায়পুর পৌরসভার মীরগঞ্জ সড়কের ফারুকীয়া মাদারাসার সামনের একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মীরগঞ্জ সড়কের বয়াতি বাড়ির খোরশেদ আলমের ছেলে কাদের হোসেন (২১) ও রবিন একই বাড়ির জাকির হোসেনের ছেলে রবিন হোসেন (২৮)। অসুস্থ সাকিব হোসেনও একই বাড়ির বাসিন্দা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বিকেলে তিনজন শ্রমিক ঠিকাদার সোহেলের কথায় মাদ্রাসার সামনে নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংক সংস্কার কাজের জন্য যান। সেখানে প্রথমে কাদের ও রবিন ট্যাংকের ভেতর নামেন। তাঁদের সাড়া শব্দ না পেয়ে ভেতরে ঢুকে দুজনকে পড়ে থাকতে দেখে সাকিব চিৎকার দেন। পরে আশপাশের লোকজন বিষয়টি বুঝতে পেরে ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেয়।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এতে রবিন ও কাদেরকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অসুস্থ সাকিবকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহত কাদেরের ছোট ভাই টুটুল (১৬) বলেন, কাদের আমার বড় ভাই, তিনি নিহত হয়েছেন। ঠিকাদার সোহেল আমার ভাইকে নামিয়েছে। ঝুঁকি জেনেও তাদেরকে নামানো হয়েছে।
নিহত রবিনের বাবা বলেন, আমার ছেলে মারা গেছে। আমার বলার ভাষা নেই। আমি মামলায় যাব না।
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক মাহির হোসেন বলেন, ওই দুই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পুলিশকে জানানো হলে তারা এসে মরদেহ নিয়ে গেছেন। অন্য একজনকে জরুরি চিকিৎসা দিয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
রায়পুর থানার পরিদর্শক (তদন্ত) সামসুল আরেফিন বলেন, দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া