রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৮:৫০ অপরাহ্ন

লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে স্বর্ণ ব্যবসায়ী নিহত

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
আপডেট : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে স্বর্ণ ব্যবসায়ী নিহত

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : 

লক্ষ্মীপুরে বাইসাইকেলের গতিরোধ করে হীরালাল দেবনাথ (৫০) নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তেঁতুলগাছতলা এলাকায় এ ঘটনা ঘটে।

হীরালাল হামছাদী এলাকার গোবিন্দ ডাক্তার বাড়ির মৃত প্রফুল্ল দেবনাথের ছেলে ও কাজিরদিঘীর পাড় এলাকার মাতৃ জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী।

ঘটনার বিষয়ে হীরালালের ছেলে প্রীতম দেবনাথ বলেন, দোকান বন্ধ করে তাঁর বাবা বাইসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন। আরেকটি মোটরসাইকেলে করে বাবার সামনেই যাচ্ছিলেন প্রীতম। এর মধ্যে অন্য আরেকটি মোটরসাইকেলের আরোহী তিন অজ্ঞাতপরিচয় ব্যক্তি দ্রুতগতিতে তাঁদের আগে আগে বাড়ির কাছাকাছি রাস্তার পাশে গিয়ে দাঁড়ায়। ঘটনাটিকে গুরুত্ব না দিয়ে নিজেদের বাড়ির রাস্তায় ঢোকেন প্রীতম। ওই সময় পেছনে পড়ে যান তাঁর বাবা। একপর্যায়ে হীরালালের গতিরোধ করে ছুরিকাঘাত করে পালিয়ে যায় অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি। পরে হাসপাতালে নেওয়া হলে হীরালালকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এ বিষয়ে সদর হাসপাতালের চিকিৎসক কমলাশীষ রায় বলেন, প্রচুর রক্তক্ষরণের কারণে হাসপাতালের আনার আগেই হীরালাল মারা গেছেন। তাঁর শরীরে দুটি অংশে আঘাতের চিহ্ন আছে।
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি সমীর কর্মকার বলেন, আমাদের এক সদস্যকে হত্যা করা হয়েছে। আমাদের প্রতিনিধি দল হাসপাতালে গেছেন। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এদিকে, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার বলেন, ‘এই ঘটনা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। দ্রুত হত্যাকারীদের চিহ্নিত করতে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’

হীরালালের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ। তিনি বলেন, পারিবারিক, নাকি ব্যবসায়িক দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড, সে বিষয়ে তদন্ত চলছে। জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া