নিজস্ব প্রতিবেদক :
রোববার (২৮ জুলাই) থেকে মঙ্গলবার (৩০ জুলাই) পর্যন্ত অফিসের নতুন সময় নির্ধারণ করা হয়েছে। এ সময় সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত অফিস চলবে।
শনিবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রী মো. ফরহাদ হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ব্যাংক ও আদালত নিজেরা সিদ্ধান্ত নেবে।
এর আগে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনা ঘটলে রোববার (২১ জুলাই) ও সোমবার (২২ জুলাই) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। পরে তা মঙ্গলবারও (২৩ জুলাই) পর্যন্ত বাড়ানো হয়।
সাধারণ ছুটির পর বুধবার (২৪ জুলাই) এবং বৃহস্পতিবার (২৫ জুলাই) সীমিত পরিসরে চালু হয় সরকারি অফিস। এ সময় বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত অফিস চলে।
শুক্রবার (২৬ জুলাই) ও শনিবার (২৭ জুলাই) সাপ্তাহিক বন্ধ থাকার পর রবিবার থেকে নতুন সময়সূচি ঘোষণা করল সরকার।