শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৮:০৮ পূর্বাহ্ন

রেলের জায়গা দখল করে হচ্ছে জাপার কার্যালয়

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
রেলের জায়গা দখল করে হচ্ছে জাপার কার্যালয়

নিজস্ব প্রতিবেদক : 

নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের জায়গা দখল করে লাইন ঘেঁষে জাতীয় পার্টির উপজেলা শাখার স্থায়ী পাকা অফিস ঘর (কার্যালয়) নির্মাণ করার অভিযোগ উঠেছে। পৌর শহরের শেরে বাংলা সড়কের সাবেক টিএন্ডটি অফিসের বিপরীতে এ কার্যালয় নির্মাণ করা হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, এক সময় জাতীয় পার্টির সৈয়দপুর উপজেলা ও পৌর শাখার কার্যালয় শহরের জসিম বিল্ডিংয়ের পেছনে জাপা নেতা জয়নাল আবেদীনের লিজকৃত রেলওয়ে বহুতল ভবনের নিচে ছিলো। এরপর সেটি সাবেক সংসদ সদস্য শওকত চৌধুরীর বিজলী সিনেমা হল সংলগ্ন এলাকায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে শওকত চৌধুরী সিনেমা হলটি ভেঙে ফেললে জাতীয় পার্টির অফিসটি সাবেক টিএন্ডটি অফিসের সামনে রেলওয়ের ফাঁকা জায়গায় স্থানান্তর করা হয়। ২০০৮ সালে টিনের বেড়া ও ছাউনি নিয়ে রাতারাতি রেলওয়ে জায়গায় অফিস ঘরটি তৈরি করা হয়। সেই থেকে অফিস ঘরটি উপজেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার হচ্ছে। কিন্তু দোচালা টিনসেড অফিস ঘরটি ভেঙে সেখানে পাকা ঘর নির্মাণ করা হচ্ছে বর্তমানে।

সরেজমিনে দেখা গেছে, দোচালা টিনসেড অফিস ঘরের বেড়ার টিন খুলে ইটের গাঁথুনি করা হচ্ছে। কয়েকজন রাজমিস্ত্রি ও তাদের সহকারী মিলে দিন-রাত দ্রুতগতিতে ইট দিয়ে গাঁথুনির কাজ করছেন। নির্মাণ স্থানের উত্তর পাশে নতুন ইট এনে মজুত করে রাখা হয়েছে। টিনসেড ঘরে ভেতরে রয়েছে বেশ কয়েক ব্যাগ সিমেন্টের বস্তা। আর সেখানে বসে পাকা অফিস নির্মাণ কাজ তদারকি করছিলেন জাতীয় পার্টির সৈয়দপুর উপজেলা শাখার সদস্য সচিব জি এম কবির মিঠুসহ অন্যান্যরা।

রেলের জায়গা দখল করে পাকা অফিস ঘর নির্মাণের বিষয়ে জানতে চাইলে জাতীয় পার্টির সৈয়দপুর উপজেলা শাখার সদস্য সচিব জি এম কবির মিঠু বলেন, অনেকে রেলওয়ের জমি দখল করে বড় বড় অবকাঠামো করছেন। আর আমরা অল্প জায়গায় একটি দলীয় অফিস (কার্যালয়) ঘর নির্মাণ করছি। স্থানীয় জাতীয় পার্টির নেতা আলহাজ্ব মো. সিদ্দিকুল আলম সিদ্দিক আমাদের দলীয় কার্যালয়টি নির্মাণের সব ব্যয় বহন করছেন। তিনি অফিস ঘর নির্মাণ কাজের সার্বিক তদারকি করছেন।

সৈয়দপুর রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) মো. সুলতান মৃধা বলেন, আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। শুনেছি সৈয়দপুর রেলওয়ে স্টেশন মাস্টার ওবাইদুল ইসলাম রতন এ বিষয়টি সৈয়দপুর রেলওয়ে থানাকে লিখিতভাবে অবগত করেছেন। সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের সহযোগিতা নিয়ে আমি সেখানে যাবো।

সৈয়দপুরে রেলওয়ে স্টেশন মাস্টার মো. ওবাইদুল ইসলাম রতন বলেন, স্টেশন এলাকায় রেল লাইন ঘেঁষে জাতীয় পার্টির পাকা অফিস ঘর নির্মাণের বিষয়টি রেলওয়ে পাকশী বিভাগকে লিখিতভাবে জানানো হয়েছে। এছাড়াও সৈয়দপুর রেলওয়ে থানাকে ঘটনাটি লিখিতভাবে অবগত করা হয়েছে।

সৈয়দপুর রেলওয়ে থানার পুলিশ পরিদর্শক মো. শফিউল ইসলাম বলেন, সৈয়দপুর রেলওয়ে স্টেশনের মাস্টারের লিখিত অভিযোগ পেয়ে থানার উপপরিদর্শক মেহেদী হাসানকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। আমরা সেখানে তাদের পাকা অবকাঠামো নির্মাণ কাজ বন্ধ রাখতে বলেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া

%d bloggers like this:
%d bloggers like this: