বিনোদন ডেস্ক :
চিত্রনায়িকা নিঝুম রুবিনাকে অপহরণের চেষ্টায় অভিযুক্ত উবার চালক আটক হয়েছেন।
রোববার (২৬ জানুয়ারি) তাঁকে আটক করে রামপুরা থানার পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চিত্রনায়িকা নিঝুম অপহরণ চেষ্টায় জড়িত উবার চালককে আটক করেছে রামপুরা থানা পুলিশ।
তবে আটক ব্যক্তির নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানায়নি পুলিশ।
এ অভিনেত্রী গাড়ির মালিকের নাম-পরিচয় প্রকাশ না করে বলেন, পুলিশের কাছ থেকে যেসব তথ্য পেয়েছি আমরা, তাতে জানতে পেরেছি গাড়ির মালিক আমাদের চেনাজানা। কিন্তু তার নাম এখনই বলা যাবে না। কেননা, তিনি শোবিজ ইন্ডাস্ট্রিরই একজন, আবার আমাদেরই সহকর্মী। বিষয়টি গুরুত্ব-সহকারে দেখছে পুলিশ। এ নিয়ে উবার কর্তৃপক্ষের সঙ্গেও কথা হয়েছে।
সম্প্রতি রাইড শেয়ারিং অ্যাপে গাড়ি ডেকে রাজধানীর বনশ্রী থেকে ধানমন্ডি যাওয়ার পথে অপহরণের চেষ্টার শিকার হন নিঝুম রুবিনা। পরে হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেন তিনি। এ নিয়ে ফেসবুক পোস্টেও জানান নায়িকা।
নিঝুম রুবিনা ফেসবুক জানান, তিনি উবার কল করেন বনশ্রী থেকে ধানমন্ডি যাওয়ার জন্য। কিন্তু উবার চালক হাতিরঝিলে উঠে সরাসরি ধানমন্ডির রোডে না ঢুকে গুলশানের দিকে প্রবেশ করে। এক পর্যায়ে বিষয়টি নিয়ে তাঁর কাছে সন্দেহ লাগে।
তিনি জানান, তিনি তাঁকে নামিয়ে দিতে বললে, গাড়ি চালক তাঁকে বলেন, ‘‘চুপ থাক, কোনো কথা বলবি না। ’’ একটা পর্যায়ে গাড়ির গতি একটু কম মনে হলে লাফ দিয়ে গাড়ি থেকে নেমে যান নিঝুম রুবিনা।
প্রসঙ্গত, সবশেষ ‘লিপস্টিক’ সিনেমায় দেখা গেছে অভিনেত্রী নিঝুম রুবিনাকে। ২০১৩ সালে নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত ‘এর বেশি ভালোবাসা যায় না’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে ডেবিউ হয় তার। এরপর ‘অনেক সাধনার পরে’, ‘মেঘকন্যা’ ও ‘বেসামাল’ সিনেমায় দেখা গেছে তাকে।
বর্তমানে দুটি সিনেমায় কাজ করছেন এ অভিনেত্রী। ‘আজিম খান পরিচালিত ‘দুই মা’ ও আনোয়ার শিকদার টিটোন পরিচালিত ‘বন্ধু তুই আমার’ সিনেমা নিয়েই এখন ব্যস্ততা নিঝুম রুবিনার।