বাগেরহাট জেলা প্রতিনিধি :
রাশিয়া থেকে পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ এমভি সাপোডিলা।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে লাইবেরিয়ার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজটি মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়েছে। জাহাজটিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ৯৩৪টি প্যাকেজের ৩ হাজার ২৪৩ মেট্রিক টন পণ্য রয়েছে।
এর আগে গত ১৬ জুলাই রাশিয়ার পিটার্সবার্গ বন্দর থেকে বাণিজ্যিক জাহাজটি মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে।
জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট অসিম কুমার সাহা জানান, ১৬ জুলাই রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে মালামাল নিয়ে ছেড়ে আসে এমভি স্যাপোডিল। শুক্রবার দুপুর ১টার দিকে মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে জাহাজটি। জাহাজে তিন হাজার ২৪৩ দশমিক ৩৫ মেট্রিকটন মেশিনারি পণ্য রয়েছে। বিকেল ৪টা থেকে জাহাজ থেকে পণ্য খালাসের কাজ শুরু হয়। মঙ্গলবার মোংলা বন্দর ত্যাগ করবে জাহাজটি।
অসীম সাহা জানান, রাশিয়া থেকে ছেড়ে আসা এমভি সাপোডিলা জাহাজটি প্রথমে ভারতের কলকাতা বন্দরে সে দেশের আমদানি পণ্য খালাস করে। এরপর রূপপুরের মালামাল নিয়ে মোংলা সমুদ্রবন্দরে আসে।
গত ২৬ জুলাই এমভি ইসানিয়া নামক একটি জাহাজে করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১ হাজার ২৭০ মেট্রিক টন মেশিনারিজ পণ্য মোংলা বন্দরে খালাস করা হয়।
এর আগে ১১ জুলাই ‘এমভি মার্গারেট’, একই মাসে ‘এমভি লিবার্টি হারভেস্ট’, ২৯ মে ‘এমভি আনকা স্কাই’, ৬ মে ‘এমভি আনকা সান’ এবং ২৫ এপ্রিল ‘এমভি ইয়ামাল অরলান’ জাহাজ সরাসরি রাশিয়া থেকে রূপপুরের মালামাল নিয়ে মোংলা বন্দরে আসে। সেসব পণ্য ইতোমধ্যে রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পৌঁছানো হয়েছে।