Dhaka শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়ীতে বিএনপির ১৭ নেতাকর্মীর জামিন

রাজবাড়ী জেলা প্রতিনিধি : 

নাশকতা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজবাড়ীতে পুলিশের করা মামলায় কারাগারে থাকা বিএনপির ১৭ নেতা-কর্মী জামিন পেয়েছেন। মঙ্গলবার (১৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী জেলা জজ আদালতের বিচারক মোছা. জাকিয়া পারভীন জামিনের আবেদন মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করে বুধবার (১৪ জুন) জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বলেন, এর আগে নাশকতা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহাবুব হোসেন বাদি হয়ে গত ২০ মে রাতে মামলাটি দায়ের করেন।

তিনি আরও বলেন, মামলায় ৪১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১২০ জনকে আসামি করা হয়। এর মধ্যে ১৭ জনকে গত ২১ মে আদালতে পাঠানো হলো আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই ১৭ জনকে মঙ্গলবার আদালত জামিন দেন। আর ২২ জন আসামি গত ২৫ মে হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন।

জামিন পাওয়া নেতাকর্মীরা হলেন, রাজবাড়ী পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর ফারজানা ইয়াসমিন ডেইজি (৪০),গোয়ালন্দ উপজেলার দেওয়ান পাড়া গ্রামের নুরুল ইসলাম (৩০), বালিয়াকান্দি উপজেলার কামাড়দাহ চরদক্ষিণবাড়ি গ্রামের মনিরুল শেখ (২২), মজরপুর গ্রামের আলামিন হোসেন (২০), বহরপুর গ্রামের মারুফ হোসেন (১৯), একই গ্রামের জাকির হোসেন (২২), ঘিকমলা গ্রামের রাসেল শেখ (৩৪), কালুখালি উপজেলার লাড়িবাড়ি গ্রামের শহিদ বিশ্বাস (৩২), একই গ্রামের রবিউল শেখ (২৯), সদর উপজেলার ফরহাদ সরদার (৪৮), রামকান্তপুর গ্রামের পাঠান পাড়া গ্রামের মান্নান মোল্লা (৩৯), রামকান্তপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের আনিস মন্ডল (৩০), বিসিক নতুন পাড়া এলাকার জিয়া সরদার (৩০), পাকুরুয়া গ্রামের মজিদ মোল্লা (৬৫), চরনারায়নপুর গ্রামের আমিনুল ইসলাম (২৮), রামকান্তপুর এলাকার মোতাহার মোল্লা (৪০) ও গোয়ালন্দের শাহাদাত মেম্বার পাড়ার ইদ্রিস শেখ (৪১)।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অন্যায়কে প্রশ্রয় দেয় না খালেদা জিয়া, তারেক রহমান বা বিএনপি : শামা ওবায়েদ 

রাজবাড়ীতে বিএনপির ১৭ নেতাকর্মীর জামিন

প্রকাশের সময় : ০১:৫৯:১৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩

রাজবাড়ী জেলা প্রতিনিধি : 

নাশকতা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজবাড়ীতে পুলিশের করা মামলায় কারাগারে থাকা বিএনপির ১৭ নেতা-কর্মী জামিন পেয়েছেন। মঙ্গলবার (১৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী জেলা জজ আদালতের বিচারক মোছা. জাকিয়া পারভীন জামিনের আবেদন মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করে বুধবার (১৪ জুন) জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বলেন, এর আগে নাশকতা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহাবুব হোসেন বাদি হয়ে গত ২০ মে রাতে মামলাটি দায়ের করেন।

তিনি আরও বলেন, মামলায় ৪১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১২০ জনকে আসামি করা হয়। এর মধ্যে ১৭ জনকে গত ২১ মে আদালতে পাঠানো হলো আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই ১৭ জনকে মঙ্গলবার আদালত জামিন দেন। আর ২২ জন আসামি গত ২৫ মে হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন।

জামিন পাওয়া নেতাকর্মীরা হলেন, রাজবাড়ী পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর ফারজানা ইয়াসমিন ডেইজি (৪০),গোয়ালন্দ উপজেলার দেওয়ান পাড়া গ্রামের নুরুল ইসলাম (৩০), বালিয়াকান্দি উপজেলার কামাড়দাহ চরদক্ষিণবাড়ি গ্রামের মনিরুল শেখ (২২), মজরপুর গ্রামের আলামিন হোসেন (২০), বহরপুর গ্রামের মারুফ হোসেন (১৯), একই গ্রামের জাকির হোসেন (২২), ঘিকমলা গ্রামের রাসেল শেখ (৩৪), কালুখালি উপজেলার লাড়িবাড়ি গ্রামের শহিদ বিশ্বাস (৩২), একই গ্রামের রবিউল শেখ (২৯), সদর উপজেলার ফরহাদ সরদার (৪৮), রামকান্তপুর গ্রামের পাঠান পাড়া গ্রামের মান্নান মোল্লা (৩৯), রামকান্তপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের আনিস মন্ডল (৩০), বিসিক নতুন পাড়া এলাকার জিয়া সরদার (৩০), পাকুরুয়া গ্রামের মজিদ মোল্লা (৬৫), চরনারায়নপুর গ্রামের আমিনুল ইসলাম (২৮), রামকান্তপুর এলাকার মোতাহার মোল্লা (৪০) ও গোয়ালন্দের শাহাদাত মেম্বার পাড়ার ইদ্রিস শেখ (৪১)।