নিজস্ব প্রতিবেদক
Your message has been sent
:
রাজধানীসহ দেশের চারটি জেলায় সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৬ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন বাহিনীর জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল আপইসলাম।
তিনি জানান, ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর এবং মাদারীপুর- এই চার জেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশসহ অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে বিজিবি সদস্যরা।
গত এক সপ্তাহ ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ এবং শহরের ভেতরে–বাইরে আন্তজেলা মহাসড়কে বাসে অগ্নিসংযোগের মতো ঘটনা নিরাপত্তা উদ্বেগ বাড়িয়েছে। এসব ঘটনার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ের নজরদারি জোরদার করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবির উপস্থিতি নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে বলে জানানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 






















