রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ১০:১৭ অপরাহ্ন

রাজধানীতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
রাজধানীতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর রামপুরায় চৌধুরী পাড়া শিশু পার্কের পাশে একটি বাসা থেকে জুবায়ের হোসেন বিপুল (২৭) ও মনিসা আক্তার (১৮) দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। দেড় থেকে দুই মাস আগে ভালোবেসে বিয়ে করেন বলে জানা গেছে।

শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে অচেতন অবস্থায় তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জুবায়ের পাবনা সদরের বলরামপুর গ্রামের মো: আজিম উদ্দিনের ছেলে। তার স্ত্রী মনিসা আক্তার গাজীপুরের কাপাসিয়া থানার নলগাও গ্রামের হোসেন বেপারীর মেয়ে।

এ বিষয়ে জানতে চাইলে রামপুরা থানার উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ বাসেদ মিয়া বলেন, তারা দুপুর সাড়ে বারোটার দিকে খবর পান। পরে টিম নিয়ে ঘটনা ছিল ছুটে যান। দুপুর পৌনে একটার দিকে বাসাটির তৃতীয় তলায় গিয়ে দেখতে পান দরজা ভেতর থেকে বন্ধ। এরপর তিনি এলাকাবাসীকে ডাকেন। তাদের উপস্থিতিতে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করেন। পরে দুটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন তিনি।

এসআই বাসেদ মিয়া বলেন, আমরা আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলেছি। আত্মীয়স্বজনের ধারণা তারা ভোরের দিকে মারা গেছেন। জুবায়েরের মোটর মেকানিক কারখানা রয়েছে। তার গ্রামের বাড়ি পাবনা সদরের বলরামপুর গ্রামে এবং মনিসার গ্রামের বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলার নলগাঁও গ্রামে। তারা দুজনে পরিবারের অমতে বিয়ে করে বলে ধারণা করা হচ্ছে। কারণ, মেয়ের পরিবার ছেলের বিষয়ে সবকিছু জেনে বিয়ে দিলেও ছেলের পরিবার কিছু জানত না।

বাসেদ জানান, লাশ দুইটি উদ্ধারের সময় জোবায়ের মরদেহ সিলিং ফ্যানের সঙ্গে এবং মনীষার মরদেহ জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় রামপুর থানা একটি ইউডি (অপমৃত্যু) মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া