শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৬:২৪ পূর্বাহ্ন

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
রাজধানীতে ট্রেনের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর মগবাজার রেলক্রসিং এলাকায় রেললাইন পারাপার হওয়ার সময়ে ট্রেনের ধাক্কায় কর্ণ মোহন দে (২৭) নামে একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ মার্চ) বিকেল ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মার্গে পাঠায় রেলওয়ে পুলিশ।

কর্ণ মোহন পুলিশে কনস্টেবল হিসেবে রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তিনি কক্সবাজার সদরের উত্তর হিন্দুপাড়া গ্রামের বিজয় মোহনের ছেলে।

কমলাপুর রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানু মং মারমা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কর্ণ মোহন দে অসুস্থ হয়ে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি ছিলেন। সেখান থেকে রাতে হাঁটাহাঁটি করার জন্য বের হন। পরে মগবাজার রেল ক্রসিং পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তার মরদেহ উদ্ধার করে আজ বিকেলে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এএসআই সানু মং মারমা আরও বলেন, প্রাথমিকভাবে আমরা তার নাম পরিচয় জানতে পারিনি। পরে আমরা তার নাম পরিচয় নিশ্চিত হই। তার নাম কর্ণ মোহন দে। তিনি পুলিশের একজন কনস্টেবল ছিলেন। বর্তমানে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া

%d bloggers like this:
%d bloggers like this: