বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৮:১০ অপরাহ্ন

রদ্রিগোর জোড়া গোলে রিয়ালের জয়

স্পোর্টস ডেস্ক
আপডেট : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
রদ্রিগোর জোড়া গোলে রিয়ালের জয়

স্পোর্টস ডেস্ক : 

দুই অর্ধে দুটি গোল করলেন ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো। তার এই দুই গোলেই রীতিমত উড়ছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লা লিগায় অ্যাথলেটিক ক্লাবকে রোববার (৩১ মার্চ) রাতে ২-০ গোলে হারিয়েছে লজ ব্লাঙ্কোজরা। এই জয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করলো কার্লো আনচেলত্তির শিষ্যরা।

নিজেদের ঘরের মাঠে রিয়ালকে ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে দেন রদ্রিগো। ব্রাহিম দিয়াজের এগিয়ে দেয়া বল নিয়ন্ত্রণে নিয়ে দুর্দান্ত গতিতে এগিয়ে যান তিনি। এরপর প্রতিপক্ষের বেশ কয়েকজন ডিফেন্ডারকে লুকিয়ে দারুণ এক শট নেন তিনি যা ঠেকিয়ে দেয়ার সাধ্য ছিল না বিলবাওয়ের গোলরক্ষকের।

এক গলের লিড নেয়ার পর প্রথমার্ধে আরও দুইটি সুযোগ পেয়েছিল রিয়াল। তবে ৩৪ মিনিটে টনি কুজের নেয়া শট জালের দেখা খুঁজে পায়নি। এরপর ফেদ ভালভার্দেও দুর্দান্ত এক শট নিয়েছিলেন তবে তিনিও গোল করতে পারেননি। এদিকে ম্যাচের দ্বিতীয়ার্ধে দারুণ এক সুযোগ পেয়েছিলেন দিয়াজ। রদ্রিগোর এগিয়ে দেয়া বলে দুর্দান্ত শট নিয়েছিলেন তিনি, তবে পোস্টে লেগে তা ফিরে এলে আশাহত হয় রিয়াল।

এদিকে ম্যাচের ৭৩ মিনিটে রিয়ালের হয়ে দ্বিতীয় গোলটি করেন রদিগো। বেলিংহামের এগিয়ে দেয়া বলে শট নিয়ে লক্ষ্যভেদ করেন তিনি। বিলবাওয়ের ফুটবলাররাও গতকাল বেশ কয়েকবার সুযোগ তৈরি করেছিল। তবে রিয়াল গোলরক্ষক আন্দ্রে লুনিনের নিপুণতায় গোল বঞ্চিত হয় তারা। ফলে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।

৩০ ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৭৫। সমান সংখ্যক ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা। অর্থ্যাৎ বার্সার চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে রিয়াল। মৌসুমের শুরুতে চমক সৃষ্টি করা জিরোনার পয়েন্ট ৩০ ম্যাচে ৬৫। ৩০ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অ্যাথলেটিক বিলবাও।

ম্যাচের পর জোড়া গোলদাতা রদ্রিগো বলেন, আমার জন্য এটা ছিল বিশেষ একটি দিন। রিয়ালের এই জার্সি পরে গোল করা সব সময়ই আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। এই জয়ে অবদান রাখতে পেরে আমি খুব খুশি।

তিনি আরও বলেন, দপ্রথম গোলের ম্যুভমেন্টটা ছিল আমি যেমনটা পছন্দ করি তেমন। আমি বল নিয়ে ভেতরে চলে আসা পছন্দ করি এবং এরপর গোলে শট নিই। এভাবে আরও অনেক গোল করতে চাই। লা লিগার এখন একেবারে শেষ সময়ে চলে এসেছি আমরা। এ সময় জয় এবং পূর্ণ পয়েন্ট খুব দরকার। তাহলেই শিরোপা জয়ের আরও কাছে চলে যেতে পারবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া