Dhaka রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

রংপুর জেলা প্রতিনিধি

রংপুর নগরীতে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে নেমে কাজ করার সময় অক্সিজেন স্বল্পতায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ১০ নম্বর ওয়ার্ডের বখতিয়ারপুর চেয়ারম্যান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বখতিয়ারপুর এলাকার শামসুল হকের ছেলে লিটন মিয়া (২৮) ও পানবাজার এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে হুমায়ুন আহমেদ (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নির্মাণাধীন ভবনের সেফটিক ট্যাংকের ভেতরে প্রবেশ করেন রাজমিস্ত্রী হুমায়ূন আহমেদ। সেখানে জমে থাকে গ্যাসে অচেতন হয়ে পড়লে তাকে বাঁচাতে ট্যাংকের নেমে পড়েন আরেক শ্রমিক লিটন মিয়া। সেখানে দু’জনেই অক্সিজেন স্বল্পতাসহ জমে থাকা গ্যাসে শ্বাসকষ্টে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে বেলা সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিসকর্মীরা সেফটিক ট্যাংক থেকে তাদের মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ এসে মরদেহগুলো হাজিরহাট থানায় নিয়ে আসে।

বাড়ির মালিক এনামুল হক জানান, সেপটিক ট্যাংক ২৫ দিন আগে নির্মাণ করা হয়েছিল। কিছু কাজ বাকি থাকায় নির্মাণ শ্রমিকরা কাজ করতে নেমে ছিলেন। দুঃখজনকভাবে দম বন্ধ হয়ে মারা গেছেন তারা।

রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব বসুনিয়া জানান, বিষয়টি দুর্ঘটনা। নিহতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পায়নি পুলিশ। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নাশকতা বা অগ্নিসংযোগের বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক পদক্ষেপ নেবে সরকার

রংপুরে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

প্রকাশের সময় : ০৪:২৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩

রংপুর জেলা প্রতিনিধি

রংপুর নগরীতে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে নেমে কাজ করার সময় অক্সিজেন স্বল্পতায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ১০ নম্বর ওয়ার্ডের বখতিয়ারপুর চেয়ারম্যান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বখতিয়ারপুর এলাকার শামসুল হকের ছেলে লিটন মিয়া (২৮) ও পানবাজার এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে হুমায়ুন আহমেদ (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নির্মাণাধীন ভবনের সেফটিক ট্যাংকের ভেতরে প্রবেশ করেন রাজমিস্ত্রী হুমায়ূন আহমেদ। সেখানে জমে থাকে গ্যাসে অচেতন হয়ে পড়লে তাকে বাঁচাতে ট্যাংকের নেমে পড়েন আরেক শ্রমিক লিটন মিয়া। সেখানে দু’জনেই অক্সিজেন স্বল্পতাসহ জমে থাকা গ্যাসে শ্বাসকষ্টে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে বেলা সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিসকর্মীরা সেফটিক ট্যাংক থেকে তাদের মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ এসে মরদেহগুলো হাজিরহাট থানায় নিয়ে আসে।

বাড়ির মালিক এনামুল হক জানান, সেপটিক ট্যাংক ২৫ দিন আগে নির্মাণ করা হয়েছিল। কিছু কাজ বাকি থাকায় নির্মাণ শ্রমিকরা কাজ করতে নেমে ছিলেন। দুঃখজনকভাবে দম বন্ধ হয়ে মারা গেছেন তারা।

রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব বসুনিয়া জানান, বিষয়টি দুর্ঘটনা। নিহতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পায়নি পুলিশ। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।