শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৭:৪৭ পূর্বাহ্ন

রংপুরে বাস খাদে পড়ে নিহত ২, আহত ২০

রংপুর জেলা প্রতিনিধি
আপডেট : শনিবার, ১১ মার্চ, ২০২৩
রংপুরে বাস খাদে পড়ে নিহত ২, আহত ২০

রংপুর জেলা প্রতিনিধি : 

রংপুরের গঙ্গাচড়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত ও ২০ জন আহত হয়েছেন।

শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে রংপুর-নীলফামারী সড়কের গঞ্জিপুর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা দুজনই পুরুষ, তাদের মধ্যে একজনের বয়স ৪৫, অন্যজনের ২৫।

পুলিশ সূত্রে জানা গেছে, নীলফামারীর উদ্দেশে ঢাকা থেকে ছেড়ে আসা ময়না পরিবহনের নাইট কোচটি ওই স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে দুজন নিহত হন। বাসটি খাদে পড়ে যাওয়ায় যাত্রীরা বাসের নিচে আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করে।

রংপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করে জানান, ২২ যাত্রীকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের মৃত্যু হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মমতাজ জানান, আহতদের হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে দুয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

গঙ্গাচড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, সকাল সোয়া ৮টার দিকে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এখনও তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার শিকার বাসটি উদ্ধারে অভিযান চলছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া

%d bloggers like this:
%d bloggers like this: