‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ একটি কালজয়ী ছবি। বলিউড বাদশাহ শাহরুখ খানের যে কয়েকটি ক্যারিয়ারসেরা সিনেমা রয়েছে, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ তার মধ্যে অন্যতম। এই সিনেমাটির মাধ্যমেই শাহরুখ খান পেয়ে যান আকাশছোঁয়া জনপ্রিয়তা। শাহরুখ-কাজলের জুটি হয়ে যায় বলিউডের কালজয়ী জুটি। তবে অনেকেই হয়তো জানেন না, সিনেমাটির পরিচালক আদিত্য চোপড়ার প্রথম পছন্দ শাহরুখ খান ছিলেন না। এই কালজয়ী সিনেমার প্রথম পছন্দ ছিলেন নবাবপুত্র সাইফ আলী খান। তার কাছেই যায় সিনেমাটির প্রথম প্রস্তাব।
ইন্দো-আমেরিকান প্লটে নির্মিত এই চলচ্চিত্রটিতে সাইফ সম্পূর্ণ ফিট হবেন বলে মনে করেছিলেন আদিত্য চোপড়া। কারণ তার কথা বলার ধরন এবং উচ্চারণের কথা মাথায় রেখেই সিনেমাটিতে রাজের চরিত্র সাজিয়েছিলেন আদিত্য। তবে সিনেমাটিতে অভিনয় করতে রাজি হননি সাইফ। সময়ের অভাবে কাজটি করতে অস্বীকৃতি জানান তিনি।
এরপরই সিনেমাটির প্রস্তাব দেওয়া হয় শাহরুখ খানকে। তিনিও রাজি হয়ে যান। এর পরের ইতিহাস সবার জানা। সিনেমাটির মাধ্যমে বলিউডে তুমুল খ্যাতি অর্জন করেন শাহরুখ। এখনো সিনেমাপ্রেমীদের মুখে মুখে এই সিনেমার সংলাপ। অমরেশ পুরীর ‘জা সিমরান জা…জি লে আপনি জিন্দেগি’ থেকে শাহরুখের ‘পালাট’ সংলাপগুলো এখনো সিনেমাপ্রেমীদের কাছে সমান জনপ্রিয়। সিনেমাটিকে ভারতের ১০০ বছরের ইতিহাসে সেরা চলচ্চিত্র হিসেবেও ঘোষণা করেছিল ‘ফিল্মফেয়ার’।
সূত্র : হিন্দুস্তান টাইমস বাংলা