বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৩৯ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের আলাস্কায় ২ প্লেনের সংঘর্ষ : রিপাবলিকান এমপিসহ নিহত ৭

যোগাযোগ ডেস্ক
আপডেট : রবিবার, ২ আগস্ট, ২০২০
যুক্তরাষ্ট্রের আলাস্কায় ২ প্লেনের সংঘর্ষ : রিপাবলিকান এমপিসহ নিহত ৭
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে মাঝ আকাশে দু’টি প্লেনের সংঘর্ষের ঘটনায় স্থানীয় এক রিপাবলিকান এমপিসহ অন্তত সাতজন নিহত হয়েছেন।
দু’টি প্লেনের মধ্যে একটি সিঙ্গেল ইঞ্জিন হ্যাভিল্যান্ড ডিএইচসি-২ বিভার এবং অপরটি পাইপার পিএ-১২।

শুক্রবার (৩১ জুলাই) স্থানীয় সময় সকালে আলাস্কার কেনাই পেনিনসুলার সোলডোটনাস এয়ারপোর্টের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দু’টি প্লেনের মধ্যে একটি সিঙ্গেল ইঞ্জিন হ্যাভিল্যান্ড ডিএইচসি-২ বিভার এবং অপরটি পাইপার পিএ-১২।
প্রথম প্লেনটিতে ছয়জন এবং অপর প্লেনটিতে ছিলেন আলাস্কার নির্বাচিত জনপ্রতিনিধি রিপাবলিকান সদস্য গ্যারি নোপ। তিনি নিজেই প্লেনটি চালাচ্ছিলেন।

আরও পড়ুন : আগস্টে কুয়েত রুটে ফ্লাইট শুরু করবে বিমান

আলাস্কা অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ জানিয়েছে, দু’টি প্লেনের সব যাত্রীরই মৃত্যু হয়েছে।

প্লেন দু’টির সাত যাত্রীর মধ্যে ছয়জনের সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় এবং অন্যজন হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান।

সোলডোটনা এয়ারপোর্টের কাছে একটি হাইওয়ের ওপর বিধ্বস্ত হয় প্লেন দু’টি। এতে কিছুক্ষণের জন্য ওই হাইওয়ে দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে ৬৭ বছর বয়সী গ্যারি নোপের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্টেট হাউসের স্পিকার ব্রাইস এডগ্যামনসহ আরও অনেকে।

সূত্র: ডব্লিউবিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া