নতুন ধরনের করোনাভাইরাসের মহামারি দেখা দিয়েছে যুক্তরাজ্যে। ইতোমধ্যে কমপক্ষে ৪২টি দেশ যুক্তরাজ্যের সাথে ফ্লাইট বন্ধ করেছে। তারই ধারাবাহিকতায় এবার যুক্তরাজ্য থেকে তুরস্কগামী সব ধরনের ফ্লাইট বাতিল করেছে তুরস্কের জাতীয় পতাকাবাহী বিমান টার্কিশ এয়ারলাইনস।
শনিবার তুর্কি বার্তা সংস্থা আনাদোলু নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন : যুক্তরাজ্যের ফ্লাইট বন্ধের সুপারিশ সংসদীয় কমিটির
তবে তুরস্ক থেকে যুক্তরাজ্য, যুক্তরাজ্য থেকে অন্যান্য দেশে এবং ট্রানজিট ফ্লাইট পরিচালানা করা হবে। তুরস্কের স্বাস্থ্যমন্ত্রীম ফাহেরেটিন কোজা বলেন, সবশেষ ফ্লাইটে যুক্তরাজ্য থেকে তুরস্কে আসা ১৫ যাত্রীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সেই সঙ্গে যুক্তরাজ্য থেকে তুরস্কে চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
সূত্র: আনাদোলু নিউজ