Dhaka বুধবার, ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ম্যাগাজিনের কভার গার্ল শাহরুখের স্ত্রী গৌরী

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:১০:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১
  • ১৮৯ জন দেখেছেন

শাহরুখের স্ত্রী গৌরী

গৌরী খানকে বলিউডে সবাই চেনে। তিনি শাহরুখ পত্নী, বলিউডের ফার্স্ট লেডি। তবে এই পরিচয়ের বাইরেও নিজস্ব পরিচয় রয়েছে গৌরী খানের। ইন্টেরিয়ার ডিজাইনার হিসাবে নিজের একক পরিচয় গড়ে তুলেছেন গৌরী। সেই ডিজাইনার হিসেবেই এবার ম্যাগাজিনের কভারে স্থান পেয়েছেন শাহরুখ পত্নী।

সম্প্রতি ডিজাইনার ব্র্যান্ড ‘ফাল্গুনী শানে পিকক’-এর জন্য ফটোশ্যুটে নজর কাড়লেন তিনি। কাজ করেছেন প্রতিষ্ঠানটির কভার গার্ল হিসেবে।

‘ফাল্গুনী শানে পিকক’-এর জন্য ফটোশ্যুটের কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন গৌরী খান। ক্যাপশনে লিখেছেন, ‘Missing the madness at the shoot’। বলিউডে বরাবরই ‘ক্যামেরা সাই’ বলেই পরিচিত গৌরী খান। যে কারণে একসময় শাহরুখের বিপরীতে ছবি করার বহু প্রস্তাবও ফিরিয়েছেন। তবে আজকাল মাঝে-মধ্যেই ফটোশ্যুটে দেখা যায় তাকে।

কিছুদিন আগে প্যারিসে বটমলাইন মিডিয়ার জন্য করা ফটোশ্যুটের ছবিও শেয়ার করেছিলেন গৌরী খান। ২০২০ সালের সেপ্টেম্বরে পেঙ্গুইন ইন্ডিয়ার জন্যও ফটোশ্যুট করে আলোচনায় উঠে এসেছিলেন শাহরুখ খান পত্নী।

আবহাওয়া

বদলির চিঠি প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় ৮ কর কর্মকর্তা বরখাস্ত

ম্যাগাজিনের কভার গার্ল শাহরুখের স্ত্রী গৌরী

প্রকাশের সময় : ১১:১০:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১

গৌরী খানকে বলিউডে সবাই চেনে। তিনি শাহরুখ পত্নী, বলিউডের ফার্স্ট লেডি। তবে এই পরিচয়ের বাইরেও নিজস্ব পরিচয় রয়েছে গৌরী খানের। ইন্টেরিয়ার ডিজাইনার হিসাবে নিজের একক পরিচয় গড়ে তুলেছেন গৌরী। সেই ডিজাইনার হিসেবেই এবার ম্যাগাজিনের কভারে স্থান পেয়েছেন শাহরুখ পত্নী।

সম্প্রতি ডিজাইনার ব্র্যান্ড ‘ফাল্গুনী শানে পিকক’-এর জন্য ফটোশ্যুটে নজর কাড়লেন তিনি। কাজ করেছেন প্রতিষ্ঠানটির কভার গার্ল হিসেবে।

‘ফাল্গুনী শানে পিকক’-এর জন্য ফটোশ্যুটের কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন গৌরী খান। ক্যাপশনে লিখেছেন, ‘Missing the madness at the shoot’। বলিউডে বরাবরই ‘ক্যামেরা সাই’ বলেই পরিচিত গৌরী খান। যে কারণে একসময় শাহরুখের বিপরীতে ছবি করার বহু প্রস্তাবও ফিরিয়েছেন। তবে আজকাল মাঝে-মধ্যেই ফটোশ্যুটে দেখা যায় তাকে।

কিছুদিন আগে প্যারিসে বটমলাইন মিডিয়ার জন্য করা ফটোশ্যুটের ছবিও শেয়ার করেছিলেন গৌরী খান। ২০২০ সালের সেপ্টেম্বরে পেঙ্গুইন ইন্ডিয়ার জন্যও ফটোশ্যুট করে আলোচনায় উঠে এসেছিলেন শাহরুখ খান পত্নী।