মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৪০ অপরাহ্ন

 মৌসুমী নিপুন ও পরী দিলেন গরু মিম দিলেন খাশি কোরবানি

বিনোদন প্রতিবেদক
আপডেট : শনিবার, ১ আগস্ট, ২০২০
মৌসুমী নিপুন ও পরী দিলেন গরু মিম দিলেন খাশি কোরবানি
ফাইল ছবি

সাধারণ মানুষের পাশাপাশি এ দিনটিকে ঘিরে নানা পরিকল্পনা সাজিয়ে থাকেন শোবিজ তারকারাও। অসহায়, গরীব-দুঃখীদের জন্য দিয়েছেন কোরবানীও।
এবারের ঈদটা খানিকটা ভিন্নভাবে হাজির হয়েছে অভিনেত্রী বিদ্যা সিনহা মীমের জীবনে। ঈদের দিন নিজের গৃহকর্মী ও বাসার দারোয়ানদের জন্য একটি খাশি কোরবানি দিয়েছেন। বেশ আনন্দ নিয়েই এমনটি জানিয়েছেন নায়িকা নিজেই।
বিষয়টি সম্পর্কে বিদ্যা সিনহা মিম জানিয়েছেন, ‘ত্যাগেই আনন্দ, ত্যাগেই সুখ। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। বিশ্বজুড়ে চলমান সঙ্কটের কারণে সবাই নিরাপদে ঈদ উদযাপন করবেন বলে আমার প্রত্যাশা। আমিও আমার পরিবারের সদস্যদের নিয়ে ছোট পরিসরে ঈদ উদযাপন করছি।’
মিম আরও বলেন, ‘মানুষের মনে আনন্দ নেই। অনেকেই আর্থিক সঙ্কটে পড়ে দুশচিন্তায় দিন যাপন করছেন। জীবনে প্রথমবার বাসার প্রিয় কর্মীদের জন্য কিছু করতে পেরে ভালো লাগছে। মূলত তাদের জন্যই আমার এই ক্ষুদ্র আয়োজন। মানুষ মানুষের জন্য। সবাইকে ঈদ মুবারক।’
অন্যদিকে ২০১৬ সালে থেকে বিএফডিসিতে কোরবানি দেওয়া শুরু করেন চিত্রনায়িকা পরীমনি। বরাবরের মতো সেখানে এবারও তিনি কোরবানি দিয়েছেন। এ বছর ৫ টি গরু দিয়েছেন নায়িকা। পাশাপাশি এফডিসিতে কোরবানি দিয়েছেন অভিনেত্রী মৌসুমী এবং নিপুণও। তারা দু’জনে দিয়েছেন একটি করে গরু। সবমিলিয়ে ঈদের দিন মোট ৭টি গরু এফডিসিতে কোরবানি দেওয়া হয়েছে।
তাদের কথায়, ‘চলচ্চিত্র পরিবারের নিন্ম আয়ের শিল্পী ও কলাকুশলীদের জন্যই এই কোরবানি এফডিসিতে দিয়েছেন তারা। এখানে অনেকেই আছেন যারা কোরবানি দিতে পারছেন না। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া