Dhaka শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মোবাইলে কথা বলার সময় ফেরি থেকে পড়ে বৃদ্ধ নিখোঁজ

বাগেরহাট জেলা প্রতিনিধি : 

বাগেরহাটের মোরেলগঞ্জে মোবাইল ফোনে কথা বলতে বলতে চলমান ফেরি থেকে নদীতে পড়ে ফজলুল হক (৭০) নামের এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে মোরেলগঞ্জ উপজেলার পানগুছি নদীর ফেরি পারাপারের সময় ওই বৃদ্ধ নদীতে পড়ে ডুবে যান। খবর পেয়ে রাতেই ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধারে কাজ শুরু করেন। তবে শনিবার (৯ ডিসেম্বর) বেলা ১১টা পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ ফজলুল হক পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার চর খোলপটুয়া গ্রামের বাসিন্দা। ঘটনার সময় ফেরিতে ফজলুল হকের সঙ্গে ছিলেন তাঁর ছেলে সেলিম শেখ। তিনি বলেন, এক আত্মীয়ের বিয়ের দাওয়াতে আমরা মোরেলগঞ্জে যাচ্ছিলাম। ফেরি পার হওয়ার সময় বাবা মুঠোফোনে কথা বলছিলেন। কথা বলতে বলতে অসাবধানতাবশত ফেরির পাশ দিয়ে নদে পড়ে যান।

ফজলুল হককে খুঁজতে আজ সকাল সাড়ে আটটা থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের খুলনা কার্যালয়ের ডুবুরি দল নদে অভিযান চালাচ্ছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোরেলগঞ্জ স্টেশনের ওয়্যারহাউস ইনস্ট্রাক্টর প্রবীর দেবনাথ বলেন, ঘটনার পরপরই নিখোঁজ ফজলুল হককে উদ্ধারে অভিযান শুরু করেছি। আজ সকাল সাড়ে আটটা থেকে খুলনার ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে। নিখোঁজ বৃদ্ধের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত আছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মোবাইলে কথা বলার সময় ফেরি থেকে পড়ে বৃদ্ধ নিখোঁজ

প্রকাশের সময় : ০৩:৩৪:১২ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩

বাগেরহাট জেলা প্রতিনিধি : 

বাগেরহাটের মোরেলগঞ্জে মোবাইল ফোনে কথা বলতে বলতে চলমান ফেরি থেকে নদীতে পড়ে ফজলুল হক (৭০) নামের এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে মোরেলগঞ্জ উপজেলার পানগুছি নদীর ফেরি পারাপারের সময় ওই বৃদ্ধ নদীতে পড়ে ডুবে যান। খবর পেয়ে রাতেই ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধারে কাজ শুরু করেন। তবে শনিবার (৯ ডিসেম্বর) বেলা ১১টা পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ ফজলুল হক পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার চর খোলপটুয়া গ্রামের বাসিন্দা। ঘটনার সময় ফেরিতে ফজলুল হকের সঙ্গে ছিলেন তাঁর ছেলে সেলিম শেখ। তিনি বলেন, এক আত্মীয়ের বিয়ের দাওয়াতে আমরা মোরেলগঞ্জে যাচ্ছিলাম। ফেরি পার হওয়ার সময় বাবা মুঠোফোনে কথা বলছিলেন। কথা বলতে বলতে অসাবধানতাবশত ফেরির পাশ দিয়ে নদে পড়ে যান।

ফজলুল হককে খুঁজতে আজ সকাল সাড়ে আটটা থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের খুলনা কার্যালয়ের ডুবুরি দল নদে অভিযান চালাচ্ছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোরেলগঞ্জ স্টেশনের ওয়্যারহাউস ইনস্ট্রাক্টর প্রবীর দেবনাথ বলেন, ঘটনার পরপরই নিখোঁজ ফজলুল হককে উদ্ধারে অভিযান শুরু করেছি। আজ সকাল সাড়ে আটটা থেকে খুলনার ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে। নিখোঁজ বৃদ্ধের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত আছে।