বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ন্যূনতম সুষ্ঠু ভোট হলে বিএনপি টু থার্ড মেজোরোটি নিয়ে সংসদে যাবে : রুমিন ফারহানা রেকর্ড গড়ে ৭ বছর পর জিম্বাবুয়ের কাছে টেস্ট হারল বাংলাদেশ একদিনের ব্যবধানে কমলো সোনার দাম কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার মেয়ের জন্য দুবাইয়ে বাড়ি কিনলেন অভিষেক-ঐশ্বরিয়া! গণতন্ত্রের লড়াকুরা নিরাপত্তাহীনতায় রয়েছে : রিজভী টেস্ট চলাকালে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে বিসিবি কর্মকর্তার মৃত্যু সৎ মায়ের মামলায় মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সচিবলায় বসে সুবিধা নিচ্ছে ফ্যাসিবাদের দোসররা : মির্জা আব্বাস

মেয়েদের অন্তর্বাস নিয়ে এ কি বললেন স্বস্তিকা

বিনোদন ডেস্ক
আপডেট : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
মেয়েদের অন্তর্বাস নিয়ে এ কি বললেন স্বস্তিকা
স্বস্তিকা

৩ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-এ মুক্তি পাবে স্বস্তিকা মুখার্জি অভিনীত ‘তাসের ঘর’। সুদীপ্ত রায় পরিচালিত এ চলচ্চিত্রে সুজাতা চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা। এ চরিত্রটিও ব্যক্তি স্বস্তিকার মতোই। কাজটি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত এই অভিনেত্রী।

 

ভারতের আনন্দবাজারে দেওয়া এক সাক্ষাৎকারে টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি বলেন, আমি চলে যাওয়ার পর আমার কাজ মানুষ মনে রাখবে। ক’জনের সঙ্গে প্রেম করেছিলাম, তা মনে রাখবে না। আমি পাঁচটা প্রেম করলে তা নিয়ে বেশি চর্চা হয়, কারণ আমি লাইমলাইটে আছি। পাশের বাড়ির মেয়েটি পনেরোটা প্রেম করলেও কেউ কিছু বলবে না।

ভারতীয় বাংলা সিনেমার এই অভিনেত্রী বরাবরই ঠোঁটকাটা স্বভাবের। যার কারণে নানা সময়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি। নিজের চিন্তা-চেতনা ও স্বাধীনতার বিষয়ে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নন স্বস্তিকা।

আরও পড়ুন : বেল বটমের শুটিংয়ের জন্য স্কটল্যান্ডের উদ্দেশে বানি

 

সম্প্রতি নেটিজেনদের আক্রমণের শিকার হয়েছেন তিনি। এ বিষয়ে স্বস্তিকা মুখার্জি বলেন, অভিনেত্রী বা নারী নয়, যারা সমাজের গতানুগতিক ধারা মেনে চলছেন না তারাই আক্রমণের শিকার হচ্ছেন। যেমন: সমকামী, রূপান্তরকামীরা। ভেবেছিলাম লকডাউনে এগুলো কমবে। কিন্তু একেবারে উল্টোটা দেখছি।

 

মানুষ বাজে কথা বললেই প্রতিবাদ করা ছাড়বেন না বলে পরিষ্কার জানিয়েছেন স্বস্তিকা। তিনি বলেন, কেন উত্তর দেব না? সব সময় ছাড় দেব কেন? সারাজীবন সব ছেড়েই রাখব? কী হবে, বাজে কথা লিখবে লোকে লিখুক। কিন্তু একটা সচেতনতা তো তৈরি করা উচিত। মানুষ জানে না মেয়েরা অন্তর্বাস পরে? না পরলে লোকেরাই রাস্তায় তাকাবে। তাই অন্তর্বাস পরতে হয়! সমাজ বদলাক না, মানুষ মেয়েদের বুকের দিকে তাকানো বন্ধ করুক! তাহলে মেয়েদেরও আর অন্তর্বাস পরতে হবে না!

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া