Dhaka মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় সুইজারল্যান্ড প্রবাসী নিহত

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি : 

মুন্সীগঞ্জের শ্রীনগরে সিমেন্টবাহী দুই ট্রাকের চাপায় মোটরসাইকেলে আরোহী মিজানুর রহমান (৪০) নামের এক প্রবাসী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (৭ জুন) সকাল ৮টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগরের ঢাকা-দোহার সড়কে বাঘড়া বরিবরখোলার খান বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সুইজারল্যান্ড প্রবাসী নিহত মিজানুর রহমান ঢাকা দোহারের সাতভিটা গ্রামের মৃত ওলি খালাসির ছেলে। গত এক মাস আগে তিনি ছুটি নিয়ে বাড়িতে আসেন। শনিবার (৮ জুন) তার সুইজারল্যান্ড ফিরে যাওয়ার কথা ছিল।

প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঢাকা থেকে দোহারে বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেল ওভারটেকিং করার সময় শাহ সিমেন্টের দুই ট্রাকের মাঝে পড়লে প্রবাসী মিজানুর রহমান ঘটনাস্থলেই নিহত হন। এ সময় মোটরসাইকেলচালক আল আমিনকে (৩৮) মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে বাঘড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ সেকান্দর হোসেন জানান, দুই ট্রাকের মাঝে পড়ে যায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী প্রবাসী মিজানুর নিহত হয়। আহত অবস্থায় চালককে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ শ্রীনগর থানা পুলিশের হেফাজতে রয়েছে। সিমেন্টবাহী ট্রাক দুটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে তবে চালকেরা পালিয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংস্কার না হওয়ায় খানাখন্দে চলাচলে অনুপযোগী, দুর্ভোগ শিক্ষক-শিক্ষার্থীদের

মুন্সীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় সুইজারল্যান্ড প্রবাসী নিহত

প্রকাশের সময় : ০৫:০৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি : 

মুন্সীগঞ্জের শ্রীনগরে সিমেন্টবাহী দুই ট্রাকের চাপায় মোটরসাইকেলে আরোহী মিজানুর রহমান (৪০) নামের এক প্রবাসী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (৭ জুন) সকাল ৮টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগরের ঢাকা-দোহার সড়কে বাঘড়া বরিবরখোলার খান বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সুইজারল্যান্ড প্রবাসী নিহত মিজানুর রহমান ঢাকা দোহারের সাতভিটা গ্রামের মৃত ওলি খালাসির ছেলে। গত এক মাস আগে তিনি ছুটি নিয়ে বাড়িতে আসেন। শনিবার (৮ জুন) তার সুইজারল্যান্ড ফিরে যাওয়ার কথা ছিল।

প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঢাকা থেকে দোহারে বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেল ওভারটেকিং করার সময় শাহ সিমেন্টের দুই ট্রাকের মাঝে পড়লে প্রবাসী মিজানুর রহমান ঘটনাস্থলেই নিহত হন। এ সময় মোটরসাইকেলচালক আল আমিনকে (৩৮) মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে বাঘড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ সেকান্দর হোসেন জানান, দুই ট্রাকের মাঝে পড়ে যায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী প্রবাসী মিজানুর নিহত হয়। আহত অবস্থায় চালককে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ শ্রীনগর থানা পুলিশের হেফাজতে রয়েছে। সিমেন্টবাহী ট্রাক দুটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে তবে চালকেরা পালিয়েছে।