Dhaka শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে বাস খাদে পড়ে একজন নিহত, আহত ২০

মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি : 

মুন্সিগঞ্জের গজারিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে পথচারী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ২০ জন।

সোমবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আব্দুর রব (৬৫)। তিনি গজারিয়া উপজেলার বালিয়াকান্দি গ্রামের বাসিন্দা। আহতদের পরিচয় জানা যায়নি। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রিফাত মল্লিক জানান, সকালে কুমিল্লা থেকে ৩০-৩৫জন যাত্রী নিয়ে জৈনপুর পরিবহনের একটি বাসটি ঢাকায় যাচ্ছিল। পথে ভাটেরচর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায় বাসটি। এসময় বাসটি সড়কের পাশে এক বৃদ্ধকে চাপা দিয়ে পাশের খাদে পরে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ারসার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। বাস খাদে পড়ে আহত হয় অন্তত ২০ জন। আহতদের গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ভবেরচর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির জানান, আব্দুর রব মেয়ের বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিলেন এসময় বাসটি তাকে চাপা দেয়। চালক নিয়ন্ত্রণ হারানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় দ্রুত উদ্ধার কাজ শুরু করা হয়। আহতদের উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মহিপুরে পাঁচ কিমি কাঁচা সড়কে হাঁটুজল, দুর্ভোগে পথচারী

মুন্সীগঞ্জে বাস খাদে পড়ে একজন নিহত, আহত ২০

প্রকাশের সময় : ০১:৩৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩

মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি : 

মুন্সিগঞ্জের গজারিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে পথচারী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ২০ জন।

সোমবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আব্দুর রব (৬৫)। তিনি গজারিয়া উপজেলার বালিয়াকান্দি গ্রামের বাসিন্দা। আহতদের পরিচয় জানা যায়নি। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রিফাত মল্লিক জানান, সকালে কুমিল্লা থেকে ৩০-৩৫জন যাত্রী নিয়ে জৈনপুর পরিবহনের একটি বাসটি ঢাকায় যাচ্ছিল। পথে ভাটেরচর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায় বাসটি। এসময় বাসটি সড়কের পাশে এক বৃদ্ধকে চাপা দিয়ে পাশের খাদে পরে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ারসার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। বাস খাদে পড়ে আহত হয় অন্তত ২০ জন। আহতদের গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ভবেরচর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির জানান, আব্দুর রব মেয়ের বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিলেন এসময় বাসটি তাকে চাপা দেয়। চালক নিয়ন্ত্রণ হারানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় দ্রুত উদ্ধার কাজ শুরু করা হয়। আহতদের উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।