মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৩ অপরাহ্ন

মালয়েশিয়ায় সাগরে ঝাঁপ দিয়ে নিখোঁজ ২৪ রোহিঙ্গা

যোগাযোগ ডেস্ক
আপডেট : রবিবার, ২৬ জুলাই, ২০২০
প্রতিকী ছবি

নৌকাযোগে সমুদ্র পাড়ি দিতে গিয়ে এবার মালয়েশিয়ার ল্যাংকাওয়িকে নিখোঁজ হয়েছে ২৪জন রোহিঙ্গা শরণার্থী। খবরে বলা হয়, ল্যাংকাওয়িতে নৌকা থেকে ঝাঁপ দিয়ে সাঁতরে উপকূলে পৌঁছাতে গিয়ে নিখোঁজ হয়েছেন ২৪ জন রোহিঙ্গা শরণার্থী।

রয়টার্স জানায়, রোববার ওই ঘটনায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।

মালয়েশিয়া কোস্টগার্ড জানিয়েছে, শনিবার গভীর রাতে একটি নৌকা দ্বীপের পশ্চিম উপকূলে যাওয়ার সময় ২৫ জন লোক সেখান থেকে পানিতে ঝাঁপ দিয়ে সাঁতরে উপকূলে উঠার চেষ্টা করে। তাদের মধ্যে কেবল একজনই কিনারে পৌঁছাতে পেরেছেন, বাকি ২৪ জন এখনও নিখোঁজ রয়েছেন।

মালেশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সির (এমএমইএ) পরিচালক মোহাম্মদ জাওয়াওয়ী আবদুল্লাহ জানান, রোববার ১০০ বর্গ নটিক্যাল মাইলের বেশি অঞ্চলে উদ্ধারকাজ চালাতে দুটি নৌকা ও একটি উড়োজাহাজ পাঠানো হয়েছে।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা অন্যান্য উদ্ধারকারী সংস্থা ও স্থানীয় জেলেদের কাছে তথ্য পেয়েছি। অনুসন্ধানে সহায়তা করার জন্য থাই কর্তৃপক্ষকের সঙ্গে যোগাযোগ করা হবে।’

জিজ্ঞাসাবাদের জন্য উপকূলে পৌঁছে যাওয়া ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তবে, ওই নৌকার খোঁজ মিলেছে কিনা সে ব্যাপারে জানা যায়নি।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়া দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আসলেও সম্প্রতি করোনাভাইরাস পরিস্থিতিতে আশ্রয় নিতে আসা রোহিঙ্গাদের কয়েকটি নৌকা সাগরেই ফেরত পাঠিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

রয়টার্স জানায়, গত মাসে, মালয়েশিয়ায় প্রবেশের সময় ল্যাংকাওয়ি থেকে ২৬৯ জন রোহিঙ্গাকে আটক করা হয়। সে সময় এমএমইএ’র প্রধান জানান, ২৬৯ জনকে একটি বড় ‘মাদারবোট’ থেকে স্থানান্তর করা হয়। ধারণা করা হয়, চার মাসের সমুদ্রযাত্রায় ওই শরণার্থী বোঝাই নৌকায় অনেক মানুষ মারা যান, যাদের দেহ সমুদ্রে ফেলে দেওয়া হয়।

গত মাসে মালেশিয়ার প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন জানান, মহামারিতে ক্ষতিগ্রস্ত অর্থনীতির মধ্যে তার দেশ আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া