রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৯:২৭ অপরাহ্ন

মারা গেলেন সংগীতশিল্পী শারদা সিনহা

বিনোদন ডেস্ক
আপডেট : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
মারা গেলেন সংগীতশিল্পী শারদা সিনহা

বিনোদন ডেস্ক : 

ভারতের লোকগানের বরেণ্য শিল্পী শারদা সিনহা মারা গেছেন। মঙ্গলবার (৫ নভেম্বর) দিল্লীর এআইআইএমএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭২ বছর। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে। তার মৃত্যুর খবর নিশ্চিত করেন তার ছেলে অংশুমান সিনহা।

শারদা সিনহার পুত্র অংশুমানও তার ইনস্টাগ্রামে মায়ের মৃত্যুর খবর জানিয়ে একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি লেখেন, ‘আপনাদের প্রার্থনা ও ভালোবাসা আমার মায়ের সঙ্গে থাকবে। শারীরিকভাবে তিনি আর আমাদের মাঝে নেই।’

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, গত ২৬ অক্টোবর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন ‘পদ্মভূষণ’জয়ী এই গায়িকা।

দিল্লির এআইআইএমএস হাসপাতালে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল ৭২ বছর বয়সি এই শিল্পীকে। কিন্তু শেষ রক্ষা আর হলো না। সারদা সিনহার ছেলে অংশুমান সিনহা ইনস্টাগ্রামে লেখেন, তোমার প্রার্থনা এবং ভালোবাসা আমাদের সঙ্গে সবসময় থাকবে মা। ছটি মাইয়া ওকে নিজের কাছে ডেকে নিলেন। এই নশ্বর পৃথিবীতে উনি আর নেই আমাদের সঙ্গে।

এদিকে সারদার মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লেখেন, বিহারের কোকিলা হিসেবে খ্যাত সঙ্গীতশিল্পী ডা. সারদা সিনহার মৃত্যু সংবাদ অত্যন্ত দুঃখের। ছট পূজার দিনেও তাঁর সুরেলা গানে দেশ-বিদেশে ভক্তির আবহ তৈরি হবে। এ ভাবেই তাঁর সুরেলা গান অমর হয়ে থেকে যাবে। আমি তাঁর পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা জানাই।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোকজ্ঞাপন করে লেখেন, প্রখ্যাত লোকশিল্পী সারদা সিনহার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তাঁর গাওয়া মৈথিলী গান কয়েক দশক ধরে অত্যন্ত জনপ্রিয়। ওঁর চলে যাওয়া সঙ্গীত জগতের এক অপূরণীয় ক্ষতি।

১৯৫২ সালের ১ অক্টোবর বিহারে জন্মগ্রহণ করেন শারদা সিনহা। আশির দশকের শুরুতে তার সংগীত ক্যারিয়ার শুরু। মৈথিলী, ভোজপুরি, মাগধী ভাষার একাধিক গানও গেয়েছেন তিনি। তার গাওয়া ছট পূজার গান দারুণ জনপ্রিয়। তাছাড়াও সালমান খান অভিনীত ‘ম্যায়নে প্যায়ার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘গ্যাংস অব ওয়াসিপুর’সহ একাধিক সিনেমায় প্লেব্যাক করেছেন শারদা সিনহা।

২০১৭ সালে শারদা সিনহার মাল্টিপল মায়েলোমা ধরা পড়ে। এটি এক ধরনের ক্যানসার, যা বোন ম্যারোকে আক্রান্ত করে। গত সেপ্টেম্বরে শারদার স্বামী রাজনীতিবিদ ব্রজ কিশোর স্ট্রোকজনিত কারণে মারা যান। পুত্র ছাড়াও এ দম্পতির বন্দনা নামে একটি কন্যাসন্তানও রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া