মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ন

মাদারীপুরে ৩ ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ৩

মাদারীপুর জেলা প্রতিনিধি
আপডেট : রবিবার, ৯ মার্চ, ২০২৫
মাদারীপুরে ৩ ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ৩

মাদারীপুর জেলা প্রতিনিধি : 

অবৈধ বালু ব্যবসায় নিয়ে দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরে আপন দুই ভাইসহ তিনজনকে হত্যার ঘটনায় ৪৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৮০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত দুই ভাইয়ের মা সুফিয়া বেগম বাদী হয়ে রোববার (৯ মার্চ) সকালে মাদারীপুর সদর মডেল থানায় মামলাটি দায়ের করেছেন।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ইতোমধ্যে অভিযান পরিচালনা করে পুলিশ তিনজন আসামিকে গ্রেপ্তার করেছে। মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তার করতে অভিযান চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নে কীর্তিনাশা নদী থেকে অবৈধভাবে উত্তোলনকৃত বালু ব্যবসা ও আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় মোহম্মদ শাহজাহান মোহরীর সঙ্গে সাইফুল সরদারের বিরোধ চলছিল। এরই জের ধরে শনিবার (৮ মার্চ) বেলা ১২টার দিকে শাহজাহান মোহরী ও সাইফুল সরদারের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। সেসময় সাইফুল ও তার ছোট ভাই আতাউর সরদার অলিলকে ধাওয়া করলে তারা একটি মসজিদে গিয়ে আশ্রয় নেন। পরে মসজিদের মধ্যেই ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপালে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। এ সময় আহত হন আরও অন্তত আটজন। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান। ঢামেক হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসাধীন অবস্থায় পলাশ সরদারের মৃত্যু হয়। সংঘর্ষের সময়ে বেশ কয়েকটি ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে।

নিহত দুই ভাই হলেন- মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খোয়াজপুর গ্রামের আজিবর সরদারের ছেলে সাইফুল সরদার ও আতাউর সরদার (অলিল)। অপর নিহত ব্যক্তি হলেন একই এলাকার মুজাম সরদারের ছেলে পলাশ সরদার (৩৫)। পলাশ সরদার সম্পর্কে সাইফুল সরদারের চাচাতো ভাই।

মাদারীপুর সদর থানার ওসি মোকছেদুর রহমান জানান, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে। এ ঘটনার মামলায় ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে দাফনের জন্য পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া