মাগুরা জেলা প্রতিনিধি :
মাগুরা আঠারোখাদা গ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে খুন হয়েছেন বাবা সুরমান শেখ।
রোববার (১ ডিসেম্বর) সকালে আঠারোখাদা গোরস্তান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আইয়ুব আলী জানান, ১৮ খাদা গ্রামের বৃদ্ধ চা বিক্রেতা সুরমান শেখকে (৭৬) তার মাদকাসক্ত ছোট ছেলে মফিজ শেখ (২৬) আজ সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে বুকের ওপর একাধারে ছুরিকাঘাত করে। এই আঘাতের কারণে বাবা সুরমান শেখের অবস্থা মারাত্মক রক্তাক্ত হলে তাকে মাগুরার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনার পড়ে মাদকাসক্ত আসামি মফিজকে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী।
প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা জোগাড় করতে বেশ কিছুদিন ধরে বাবা সুরমান শেখকে জমি বিক্রি করে টাকা দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিল ছেলে মফিজ শেখ। সকালে জমি বিক্রির বিষয় নিয়ে বাবা-ছেলের কথা কাটাকাটির এক পর্যায়ে মফিজ তার বাবার বুকে ছুরিকাঘাত করে।
এ বিষয়ে সদর থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।