ময়মনসিংহ জেলা প্রতিনিধি :
ময়মনসিংহের গফরগাঁওয়ে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত ছেলের জীবন বাঁচাতে গিয়ে মা ছেলে দুজনেই নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ জুন) দুপুর ২টায় উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। বারবারিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- ওই এলাকার হেলাল উদ্দিন মাস্টারের স্ত্রী শিরিনা খাতুন (৫৫) ও তার ছেলে ইশতিয়াক আহমেদ শিমুল (২২)।
শিমুল রাশিয়ার একটি মেডিক্যাল কলেজের অধ্যয়নরত শিক্ষার্থী ছিলেন।
আবুল কাশেম জানান, দুপুর ২টার দিকে শিমুল পুকুরে পানি সেচ দিতে গিয়ে বৈদ্যুতিক মটর চালুর সময় বিদ্যুৎস্পৃষ্ঠ হন। খোঁজ পেয়ে শিমুলকে বাঁচাতে পুকুরের পানিতে ঝাপিয়ে পড়েন তার মা শিরিনা বেগম। এতে দুজনই বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মারা যান। পরে স্বজনরা এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে লাশ উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসেন।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিষয়টি আরও বিস্তারিত জানানো যাবে।