বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন

ময়মনসিংহে গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে প্রকৌশলীসহ দগ্ধ ২

ময়মনসিংহ জেলা প্রতিনিধি
আপডেট : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
ময়মনসিংহে গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে প্রকৌশলীসহ দগ্ধ ২

ময়মনসিংহ জেলা প্রতিনিধি : 

ময়মনসিংহের গফরগাঁওয়ে কিশোরগঞ্জের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বিদ্যুৎ খুঁটিতে ধাক্কা দেয় এবং আগুন ধরে যায়। এ ঘটনায় প্রকৌশলী ও চালক দগ্ধ হয়েছেন।

রোববার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ভালুকা-গফরগাঁও সড়কের সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধরা হলেন- কিশোরগঞ্জ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী লিয়াকত আলী (৫৯) এবং গাড়ি চালক আফজাল আহমেদ (৩৫)। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রকৌশলী লিয়াকত আলী কিশোরগঞ্জ থেকে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সার্কেল অফিস ময়মনসিংহে যাচ্ছিলেন। পথে ভালুকা-হোসেনপুর সড়কের গফরগাঁও অংশের হাঁটুরিয়া এলাকায় পৌঁছালে গাড়িটির গ্যাস সিলিন্ডার হঠাৎ বিস্ফোরিত হয়।

এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয় এবং গাড়িতে আগুন ধরে যায়। গাড়িতে থাকা প্রকৌশলী ও চালক দগ্ধ হয়।

পরে স্থানীয় লোকজন আহত প্রকৌশলী লিয়াকত আলী ও চালক আফজাল আহমেদকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। খবর পেয়ে গফরগাঁও উপজেলার ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারহানা ফারুক বৃষ্টি বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শফিক উদ্দিন বলেন, প্রকৌশলী ও গাড়ি চালককে দগ্ধ অবস্থায় দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া