বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন

মগবাজার লেভেল ক্রসিংয়ে গাড়ি, দুমড়ে-মুচড়ে চলে গেল ট্রেন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
মগবাজার লেভেল ক্রসিংয়ে গাড়ি, দুমড়ে-মুচড়ে চলে গেল ট্রেন

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর মগবাজার লেভেল ক্রসিংয়ে একটি গাড়ি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে। ট্রেন আসার সংকেত জানিয়ে ব্যারিয়ার (গেটবার) দেওয়া সত্ত্বেও প্রাইভেটকারটি ক্রসিংয়ে উঠে যায়। মুহূর্তের মধ্যেই ছুটে আসা ট্রেন ওই গাড়িকে দুমড়ে-মুচড়ে চলে যায়। ওই সময় সেই গাড়ির পেছনে থাকা আরেকটি মাইক্রোবাসও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়।

রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রাইভেটকারটিতে তিনজন ছিলেন। তারা একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত। ট্রেন আসার আগে তারা গাড়ি থেকে নেমে যান। গাড়িটি চালাচ্ছিলেন ফারুক হোসেন নামের এক ব্যাক্তি। এটি কোম্পানির গাড়ি নাকি ব্যক্তিগত তা নিশ্চিত করা যায়নি।

গাড়িতে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক যাত্রী বলেন, অফিস শেষ করে পান্থপথ দিয়ে মগবাজার থেকে মহাখালীর হয়ে এয়ারপোর্টের দিকে যাচ্ছিলাম। যাওয়ার সময় মগবাজার রেলগেট খোলা ছিল। ট্রেন যে আসছিল আমরা দেখেনি। রাস্তায়ও জ্যাম ছিল। পরে ট্রেন আসতে দেখে আমরা গাড়ি থেকে নেমে যাই। এরপরই ট্রেন গাড়িটিকে ধাক্কা দেয়।

এ বিষয়ে রেলগেটে দায়িত্বে থাকা গেটম্যান মো. আমিরুল বলেন, সে সময় রাস্তায় জ্যাম ছিল। পাশাপাশি রেলগেটের গেটও নামানো ছিল।

ঘটনাস্থলে থাকা হাতিরঝিল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রেজাওয়ান বলেন, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শুধু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তাদের নাম পরিচয় রেখে ছেড়ে দেব। গাড়িটির বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকার রেলওয়ে থানার (কমলাপুর) ওসি জয়নাল আবেদীন জানান, মগবাজার লেভেল ক্রসিং এলাকায় ট্রেন আসার সময় ব্যারিয়ার ভেদ করে একটি প্রাইভেটকার লাইনে উঠে যায়। এর পেছনে একটি মাইক্রোবাসও ছিল। দ্রুত ট্রেন চলে আসছে দেখে ওই দুটি গাড়ির যাত্রীরা নেমে যান। তখন ট্রেনটি রেললাইন অতিক্রম করার সময় প্রাইভেটকারটিকে তীব্রভাবে ধাক্কা দেয়। সেটির কারণে ক্ষতিগ্রস্ত হয় পেছনে থাকা মাইক্রোবাসটিও। এতে কোনো হতাতের ঘটনা না ঘটলেও গাড়ি দুটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রাইভেটকারটি ঘটনাস্থলে থাকলেও এর পেছনে যে মাইক্রোবাসটি ছিল, সেটি কিছুক্ষণ পরই চলে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া