মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন

ভেঙ্গে গেল ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
ভেঙ্গে গেল ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম
গণফোরামের প্রতীক ও ড. কামাল হোসেন

প্রখ্যাত আইনজীবী ড. কামালের নেতৃত্বাধীন গণফোরাম ভেঙ্গে গেল। একই নামে সংগঠনের কেন্দ্রীয় কাউন্সিলের ঘোষণার মাধ্যমে নতুন করে কমিটি করার ঘোষণা দিলেন সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা।
এর প্রতিক্রিয়ায় গণফোরাম সভাপতি প্রখ্যাত আইনজীবী ড. কামাল হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, কাউন্সিলের তারিখ ঘোষণা করার ওরা কে?

গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুসহ তিন কেন্দ্রীয় নেতার নেতৃত্বে দলটি থেকে বেরিয়ে যাওয়া অংশ আগামী ২৬ ডিসেম্বর কেন্দ্রীয় কাউন্সিলের ঘোষণা দিয়েছে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে মন্টুর নেতৃত্বাধীন গণফোরামের বর্ধিত সভায় এ কাউন্সিলের ঘোষণা দেওয়া হয়।

বর্ধিত সভায় উপস্থিত ছিলেন গণফোরামের সাবেক প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক, সাংগঠনিক সম্পাদক লতিফুল বারী হামিম প্রমুখ। গণফোরামের সাবকে নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ বলেন, বর্ধিত সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছি সংগঠনকে সাংগঠনিকভাবে শক্তিশালী ও গণমুখী করার লক্ষ্যে আগামী ২৬ ডিসেম্বর জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন : আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্রের রাজনীতি করে না

জাতীয় কাউন্সিলকে সফল করার লক্ষ্যে সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুকে আহ্বায়ক করে ২০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

মোস্তফা মহসিন মন্টু বলেন, ২৬ ডিসেম্বরের কাউন্সিলে উপস্থিত ডেলিগেটদের মতামত নিয়ে নতুন দলের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত হবে। ড. কামাল হোসেনের বিষয়ে কী সিদ্ধান্ত, তাকে দল থেকে বহিষ্কার করা হবে কি না, জানতে চাইলে মন্টু বলেন, আমরা এখনো বিশ্বাস করি ড. কামাল হোসেন আমাদের সঙ্গে আসবেন।

বিতর্কিত লোকদের পরিহার করবেন। মাঠের পোড় খাওয়া লোকদের নিয়ে এগিয়ে যাবেন। তিনি না এলে তার বহিষ্কারের বিষয়ে আমাদের সম্মেলনে সিদ্ধান্ত নেব। সম্মেলনে কাউন্সিলর ও ডেলিগেটরা আসবেন, তাদের মতামত নিয়ে এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া