শেষ মুহূর্তে ভিড় বেড়েছে লঞ্চ, বাস ও বিমানে। ঈদুল আজহা উপলক্ষে দলে দলে মানুষ বাড়ি ফিরছে মানুষ।
ঢাকা নদীবন্দরের একটি সূত্র জানায়, ঈদুল আজহায়ও বেশ ভালোভাবে করোনা প্রভাব ফেলেছে। যেখানে লঞ্চে আরও ৭/৮ দিন আগে থেকে ভিড় থাকার কথা সেখানে বুধবার ঢাকা থেকে আসা লঞ্চগুলোতে সবেমাত্র ভিড় লক্ষ্য করা গেছে।
ঢাকা থেকে ছেড়ে ৬টি লঞ্চে গড়ে তিন থেকে সাড়ে ৪ হাজার যাত্রী বহন করে বরিশাল যায়। বৃহস্পতিবার ঢাকা থেকে বরিশালে ১০টি লঞ্চ যাত্রীবোঝাই করেই গেছে বলে যাত্রীদের কাছ থেকে জানা যায়।
এ দিকে দেশ ট্রাভেলসের ফিরোজ মোস্তফা জানান, ২৯ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঢাকা-বরিশাল আকাশপথের সব টিকিট বুকিং রয়েছে। এখন প্রতিদিন ৫টি ফ্লাইট চলাচল করছে এই রুটে। স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন করছে ফ্লাইটগুলো।
আরো পড়ুন : বর্জ্য ভেসে আসছে কক্সবাজার সৈকতে
গাবতলী বাস টার্মিনাল সূত্রে জানা গেছে, ঢাকা থেকে প্রচুর যাত্রী দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে যাওয়া শুরু করেছে গত দুইদিন ধরে। টার্মিনালেও ভিড় বেড়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে বাস চলাচল করলেও টার্মিনালে এর কোনো বালাই নেই।
বিআইডব্লিউটিএ’র একজন কর্মকর্তা বলেন, স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহনের জন্য লঞ্চ মালিকদের নির্দেশনা দেয়া হয়েছে। এর ব্যত্যয় ঘটলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।