বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন

ভিসা বন্ধ করে ভারত আমাদের উপকার করেছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
ভিসা বন্ধ করে ভারত আমাদের উপকার করেছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক : 

ভারতের ভিসা বন্ধ করার প্রসঙ্গ তুলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ভিসা বন্ধ করে ভারত আমাদেরই উপকার করেছে। কারণ, এখন ডলার পাচার হবে না। এর আগে অনেক টাকা চলে যেত ভারতে যেতে আসতে। সেই টাকা আর যাবে না। একইসঙ্গে তারা ভোগ্যপণ্য না দিলে আমাদের দেশের মানুষ বেশি পরিশ্রম করে ফসল উৎপন্ন করবে। এতে আমাদের রিজার্ভ বাড়বে। সবমিলিয়ে লাভ আমাদেরই হলো। সীমান্ত বন্ধ করলে আমাদেরই লাভ। তাহলে ভারত থেকে ফেনসিডিল, ইয়াবা আসবে না। আমাদের যুব সমাজকে রক্ষা করা যাবে।

রোববার (৮ ডিসেম্বর) সকালে নয়াপল্টনে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পক্ষ থেকে ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা শুরুর আগে এসব কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, ভারতের মন ভালো নেই। কারণ তাদের সঙ্গে ভুটান-নেপাল কেউ নেই। আসলে তাদের সঙ্গে কেউ বন্ধুত্ব করতে পারে না। এখন তারা বাংলাদেশকে নিয়েও ষড়যন্ত্র করছে।

ভারতের উদ্দেশ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আপনারা চট্টগ্রাম দাবি করলে আমরা সিরাজুদ্দৌলার বাংলা বিহার উড়িষ্যা দাবি করব। কারণ, আমরা দুর্বল নই। আমাদের সেনাবাহিনী শক্তিশালী। আমরা ১৮ কোটি মানুষ দেশকে রক্ষা করতে পারি।

বাংলাদেশকে ছোট করে দেখতে বারণ করে ভারতের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা আকাশ পাতাল, ভূমি সব দিক দিয়ে দেশকে নিরাপদ রাখতে সর্বোচ্চ সরঞ্জাম ব্যবহার করতে জানি। আমাদের সামরিক বাহিনীর সদস্যরা আছে। দেশের ১৮ কোটি মানুষ দিল্লির আধিপত্যবাদ প্রতিহত করতে প্রস্তুত আছে।

ভারত কিসের অহঙ্কার করে এমন প্রশ্ন রেখে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, যে দেশের মানুষ এখনো রেললাইন, জঙ্গলে প্রাকৃতিক কাজ সারে অথচ আমাদের দেশে শতভাগ স্যানিটাইজেশন।

তিনি বলেন, জনতার বিপ্লবের মুখে যখন হাসিনা পালিয়ে গেলেন সেই হাসিনাকে আবার দেশে প্রবেশ করানোর জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে ভারতের শাসক। এটা আগ্রাসন ছাড়া আর কিছু বলা যায় না।

রিজভী বলেন, অবিচারমূলক প্রোপাগান্ডা ও অপপ্রচার চালাচ্ছে ভারত। এদের আগ্রাসনের বিরুদ্ধে মনে যে আগুন জ্বলছে, এই আগুন দ্রোহের, এই আগুন আগ্রাসনের প্রতিবাদে। এ আগুন শুধু দুই হাতে পরাভয় নয়, এই আগুনে এক দিন দুই হাতে অস্ত্র তুলে নিয়ে আমার স্বাধীনতা, আমার পতাকা, আমার ভূখণ্ডকে আবার রক্ষা করতে হবে।

তিনি বলেন, ভারত নিজেদের যতই সেকুলার ভাবুক, অসাম্প্রদায়িক ভাবুক, তারা কট্টর হিন্দুত্ববাদী এবং বিদ্বেষী। এরা বাংলাদেশের মানুষকে মোটেও পছন্দ করে না।

রিজভী বলেন, আমাদের এই কর্মসূচি শান্তিপূর্ণ। সুশৃঙ্খলভাবে আমরা এই পদযাত্রা করব। ভারত নানা ধরণের ষড়যন্ত্র করছে। আমরা শান্তির পক্ষে।

তিনি বলেন, ভারতের মন ভালো নেই। কারণ তাদের সাথে ভুটান নেই, নেপাল নেই। কেউ তাদের সাথে বন্ধুত্ব করতে পারে না। এখন বাংলাদেশকে নিয়েও তারা ষড়যন্ত্র করছে।

ভারতের লোকজন বাংলাদেশের ইলিশের জন্য তাকিয়ে থাকে- এমন ইঙ্গিত দিয়ে রিজভী বলেন, আমাদের সুস্বাদু ইলিশের জন্য সবাই তাকিয়ে থাকে। ইলিশ নেন কেন? আসলে ভারত সবসময় বিদ্বেষ ছড়ায়। এরা বাংলাদেশকে সহ্য করতে পারে না।

পদযাত্রায় আরও আছেন– যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া