রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ১০:০৩ অপরাহ্ন

ভারতে শুটিংয়ে আহত শাকিব খান

বিনোদন ডেস্ক
আপডেট : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
ভারতে শুটিংয়ে আহত শাকিব খান

বিনোদন ডেস্ক : 

ভারতে বরবাদ সিনেমার শুটিংয়ের সময় শুটিংসেটে আহত হয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। মুম্বাইয়ের ইলোরা স্টুডিওতে শুটিং করছিলেন তিনি। সেখানেই একটি দৃশ্যে অভিনয়ের সময় চোখে আঘাত পেয়েছেন নায়ক।

বিষয়টি নিশ্চিত করেছেন বরবাদ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়। ভারত থেকেই তিনি জানালেন, কীভাবে আঘাত পেয়েছেন শাকিব খান।

মেহেদী জানান, শুটিংয়ের সময় ফ্লোরের একটি দরজায় প্রচণ্ড আঘাত লাগে শাকিব খানের। চোখের ঠিক ওপরে এই আঘাত লেগেছে। এরপর নায়ককে দ্রুত মুম্বাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সিটি স্ক্যান করানো হয়।

চিকিৎসক জানান, আপাতত ভয়ের কোনো কারণ নেই। তবে ব্যথানাশক ওষুধ দিয়েছেন। কিছু সময় তাকে বিশ্রামে থাকতে হবে।

‘বরবাদ’ সিনেমার শুটিং চলছে ভারতের মুম্বাইয়ের ইলোরা স্টুডিওতে। সিনেমার নির্মাতা শুক্রবার (৮ নভেম্বর) রাতে গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে ঘটনাটি ঘটে।

তিনি বলেন, আমাদের একটি দৃশ্য ছিল- দরজা খুলে বের হয়ে যাবেন শাকিব ভাই। সেভাবেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়। হঠাৎ সেই দরজা খুলতে গিয়ে শাকিব ভাইয়ের কপালে আঘাত লাগে। এতে ভ্রুর কিছু অংশ কেটে যায়। আঘাতের সঙ্গে সঙ্গে আমরা শুটিং বন্ধ করে দিই। পাশেই একটি হাসপাতাল ছিল, সেখানে ছুটে যাই। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করাই। চিকিৎসক আমাদের আশ্বস্ত করেন, ভয়ের কিছু নেই। প্রয়োজনীয় সব ওষুধ দিয়েছেন।

শাকিব খান ‘বরবাদ’ শুটিংয়ে অংশ নিতে গত ২২ অক্টোবর মুম্বাইয়ের যান। সেখানকার একটি স্টুডিওতে ২৪ অক্টোবর থেকে শুটিংয়ে অংশ নেন এ নায়ক। অন্যদিকে আসছে ১৫ নভেম্বর মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত ‘দরদ’ সিনেমা। একসঙ্গে ২০টি দেশে এ মুক্তি পাবে বলে জানা গেছে। এটি দারুণ জনপ্রিয়তা পাবে বলে আশা করছেন এ সিনেমার নির্মাতা অনন্য মামুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া