শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৫:০৩ অপরাহ্ন

ভারতের বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
ভারতের বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক : 

ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে একটি মৎস্য বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বন্দরে নোঙর করা অন্তত ৪০টি মাছ ধরার নৌকা পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৪ থেকে ৫ কোটি রুপির ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে, রোববার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে বিশাখাপত্তনমের একটি মৎস্য বন্দরে আগুন লাগে। আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়েছে। ফায়ার সার্ভিসের অনুমান, নৌকার সিলিন্ডার বিস্ফোরণের কারণে বন্দরে আগুন লেগেছে।

নৌকাগুলোতে আগুন লাগার পরই আগুন নেভাতে নৌবাহিনীর একটি জাহাজ নিয়ে আসা হয়। এছাড়া আরও একাধিক ইঞ্জিন আগুন নেভাতে কাজ করে। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। শেষ পর্যন্ত নৌকাগুলো পুড়ে ছাই হয়ে যায়।

প্রতিটি নৌকার দাম ছিল ১৫ লাখ টাকা। সবমিলিয়ে জেলেদের প্রায় ৪ থেকে ৫ কোটি রুপি ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিশাখাপত্তনম পুলিশ কমিশনার রভি শঙ্কর বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন যাতে অন্য নৌকাগুলোতে ছড়িয়ে না পড়ে এজন্য রশি কেটে দেওয়া হয়। কিন্তু পানির স্রোত এবং বাতাসের কারণে নৌকাগুলো আবারও জেটিতে ফিরে আসে। ফলে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রভি শঙ্কর বলেন, বোটগুলোতে গ্যাস সিলিন্ডার এবং জ্বালানি তেলের কন্টেইনার ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত। তবে জেলেরা সন্দেহ করছেন, কোনো অপরাধী একটি নৌকায় আগুন দিয়েছে। যা পরবর্তীতে অন্যগুলোতে ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের পর ফায়ার ফাইটার এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। নৌকাগুলোতে থাকা জ্বালানি তেলের পাত্রগুলো বিস্ফোরিত হতে থাকলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সিনিয়র পুলিশ অফিসার আনন্দ রেড্ডি বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্ত করা হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া

%d
%d