শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৬:০০ অপরাহ্ন

ভারতের চলচ্চিত্র উৎসবে জয়ার চার সিনেমা

বিনোদন ডেস্ক
আপডেট : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
ভারতের চলচ্চিত্র উৎসবে জয়ার চার সিনেমা

বিনোদন ডেস্ক : 

ভারতের গোয়ায় সোমবার (২০ নভেম্বর) শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি)। ২০ নভেম্বর শুরু হওয়া উৎসবটি শেষ হবে ২৮ নভেম্বর। সেখানে জয়া আহসানের চারটি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

জানা গেল, ইফির উদ্বোধনী দিনে জয়া আহসান অভিনীত প্রথম হিন্দি সিনেমা ‘কড়ক সিং’র ট্রেলার প্রকাশিত হবে। এরপর ২২ নভেম্বর হবে সিনেমাটির প্রিমিয়ার। এর মধ্যে সিনেমার অভিনয়শিল্পীরাসহ লালগালিচায় হাঁটবেন।

সিনেমাটি নির্মাণ করেছেন অনিরুদ্ধ রায় চৌধুরী। এতে জয়া ছাড়াও আরও অভিনয় করেছেন বলিউডের পঙ্কজ ত্রিপাঠি ও সানজানা সাংঘিসহ অনেকে।

হিন্দি ভাষার ‘কড়ক সিং’ ছাড়াও এবারের উৎসবে জয়ার আরও তিনটি চলচ্চিত্র প্রদর্শিত হবে। সেগুলো হচ্ছে- ‘ফেরেশতে’, ‘পুতুলনাচের ইতিকথা’ ও ‘অর্ধাঙ্গিনী’।

ভারতের সবচেয়ে বড় এ উৎসবে এর আগেও ২০২২ সালে জয়া অভিনীত ‘নকশিকাঁথার জমিন’ প্রদর্শিত হয়েছিল। সেসময় বেশ সাড়া ফেলেছিল সিনমাটি।

উৎসব শেষে ‘কড়ক সিং’র প্রচারে ব্যস্ত হয়ে পড়বেন জয়া আহসান। এছাড়া তার বেশ কিছু সিনেমা আটকে আছে, যা শিগগিরই মুক্তি পাবে। এর মধ্যে রয়েছে বাংলাদেশে ‘জয়া আর শারমিন’ ও পেয়ারার সুবাস, কলকাতার ‘কালান্তর’, ‘পুতুলনাচের ইতিকথা’, ‘ওসিডি’ ও ‘ভূতপরী’।

এ প্রসঙ্গে জয়া বলেন, ভারতের সবচেয়ে বড় এ উৎসবে এর আগেও আমার সিনেমা গেছে। গতবার ‘নকশিকাঁথার জমিন’ খুব ভালো সাড়া ফেলেছিল। এ উৎসব আমার কাছে গুরুত্ব বহন করে। কারণ, এটা ভারতের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব। বিশ্ব চলচ্চিত্র আঙিনায়ও এর গুরুত্ব রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া

%d
%d