শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৬:৪৬ পূর্বাহ্ন

বড়াইগ্রামে বাস-পিকআপের সংর্ঘষে চালক নিহত

নাটোর জেলা প্রতিনিধি
আপডেট : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
বড়াইগ্রামে বাস-পিকআপের সংর্ঘষে চালক নিহত

নাটোর জেলা প্রতিনিধি : 

নাটোরের বড়াইগ্রামে যাত্রী বোঝাই বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে গেছে একটি মাছবাহী পিকআপ ভ্যান। এতে মো. আলমগীর হোসেন (৩৫) নামে পিকআপ ভ্যানের চালক নিহত হয়েছেন। এসময় পিকআপের হেলপার ও বাসের চালক আহত হয়েছেন।

শুক্রবার (১০ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আলমগীর হোসেন সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার হাটিকুমরুল গ্রামের মো. জহুরুল ইসলামের ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে হাইওয়ে কর্মকর্তা জানান, ঢাকা থেকে মাছবাহী একটি পিকআপ নাটোরের দিকে আসছিল। এ সময় বড়াইগ্রাম থানার মোড় এলাকায় পিকআপটি পৌঁছলে ঢাকামুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপের চালকের মৃত্যু হয়। এসময় পিকআপের হেলপার ও বাস চালক আহত হয়।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।

এসআই বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে বাস চালক পলাতক। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া

%d bloggers like this:
%d bloggers like this: