ময়মনসিংহ জেলা প্রতিনিধি :
ময়মনসিংহ সদরের মৃধাপাড়ায় ব্রহ্মপুত্রের নদের বালু বিক্রিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জয়নব বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদের মধ্যে দুইজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২২ মার্চ) সদর উপজেলার বোররচর ইউনিয়নের মৃধাপাড়ায় এ ঘটনা ঘটে।
জয়নব বেগম ওই এলাকার আবু বক্করের স্ত্রী।
কোতোয়ালি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন জানান, শুক্রবার (২২ মার্চ) দুপুরে সদরের বোররচর মৃধাপাড়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষে প্রতিপক্ষের বল্লমের আঘাতে জয়নব বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। জয়নব বেগম ওই এলাকার আবু বক্করের স্ত্রী।
এলাকাবাসীরা পুলিশকে জানায়, বোররচর মৃধাপাড়া গ্রামের জালাল উদ্দিন গ্রুপ এবং রব্বানি গ্রুপের মধ্যে পূর্ব থেকেই বিরোধ চলছিল। দুপুরে সরকারিভাবে খনন করা ব্রহ্মপুত্র নদের ড্রেজারের বালু বিক্রি করাকে কেন্দ্র করে দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংর্ঘষে বল্লমের আঘাতে জয়নব বেগম নামে এক নারীর মৃত্যু হয়। এই ঘটনায় আহত হয় অন্তত ১০ জন। নিহতের ছেলে মিলন (৩৫) ও হাসান আলীর ছেলে ইসমাইল (৩৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহত অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ওসি মোহাম্মদ মাইন উদ্দিন আরও বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত আছে।’