মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০১:১০ অপরাহ্ন

বোন হয়ে কাজল ও রানীর মধ্যে সম্পর্ক ছিল না

বিনোদন ডেস্ক
আপডেট : সোমবার, ১৭ আগস্ট, ২০২০
বোন হয়ে কাজল ও রানীর মধ্যে সম্পর্ক ছিল না
কাজল ও রানী

কাজল ও রানী বলিউডের একসময়ের সুপারস্টার দুই অভিনেত্রী। দুজনে সম্পর্কে কাজিন হলেও তাদের মধ্যে মধুর সম্পর্ক ছিল না কোনোদিন।
বরং তারা কাজিন পরিচয় দিতেও দ্বিধাবোধ করতেন। এ নিয়ে সরব আলোচনাও হয়েছে এক সময়। তাতেও তারা মেলার চেষ্টা করেন নি।

নায়িকাদের রেষারেষি বলিউডে বিভিন্ন সময়ে আলোচনার শিরোনামে থেকেছে। সেই তালিকায় কাজল এবং রানী মুখার্জীও আছেন। কাজল সম্পর্কে রানীর বড় বোন।

কিন্তু একটা সময় তাদের সম্পর্ক খুবই খারাপ ছিল। একে অন্যের ক্যারিয়ার ঠেকানোর চেষ্টাও করেছেন।

তাদের বিবাদে যশরাজ ফিল্মসের বড় ভূমিকা আছে বলে শোনা যায়। যশ চোপড়া যতদিন এই প্রযোজনা সংস্থার প্রধান ছিলেন, ততদিন নায়িকা হিসেবে কাজল ছিলেন তাদের অন্যতম সেরা পছন্দ।

‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’, ‘ইয়ে দিল্লগি’, ‘ফানা’ সহ বহু ছবিতে নায়িকার ভূমিকায় ছিলেন কাজল। কিন্তু ছবিটা বদলে যায় যখন সংস্থার কার্যভার গ্রহণ করেন যশপুত্র আদিত্য চোপড়া।

আরও পড়ুন : শহিদ-প্রিয়াঙ্কার সম্পর্ক ভেঙেছিলো কারিনার কারণে

আদিত্য চোপড়ার সঙ্গে রানীর প্রেমের সম্পর্কের জন্য নাকি মাশুল দিতে হয়েছে কাজলকে। রানীর প্রভাবে কাজলের থেকে মুখ ফিরিয়ে নেয় যশরাজ ফিল্মস।

এছাড়া ইন্ডাস্ট্রিতে গুঞ্জন ছিল, কাজল নাকি চাননি ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে রানী সুযোগ পান। কিন্তু আদিত্য চোপড়ার কথায় রানীকে নিয়েছিলেন করণ জোহর।




 

সুপারহিট এই ছবিতে কাজল মূল নায়িকা হলেও রানীর অভিনয়ও দর্শকদের মনে দাগ কেটেছিল। নায়িকা হিসেবে পরিচিতি পেয়েছিলেন তিনি। এই ছবির সুবাদে ধীরে ধীরে রানী বলিউডে জায়গা করে নেন।

ক্যারিয়ারের মধ্যগগণে থাকার সময়েই বিয়ে করে অভিনয় প্রায় ছেড়ে দেন কাজল। সে সময় রানী নিজের জায়গা আরও মজবুত করে নেন বলিউডে।

যশরাজ ফিল্মসে আদিত্যর প্রভাব বাড়তেই রানী তাদের ছবিতে নায়িকা হতে থাকেন। চোপড়া পরিবার বিবাহিত আদিত্যর সঙ্গে রানীর সম্পর্ক মেনে নিতে পারেনি।

তাই নায়িকা হিসেবে কাজলই যশ চোপড়ার পছন্দ ছিলেন। ফলে বাবা-ছেলের সম্পর্কও প্রায় ভেঙে গিয়েছিল।

কিন্তু শেষ পর্যন্ত আদিত্য চোপড়ার জেদের কাছে হার মানতে বাধ্য হয় পরিবার। ২০১৪ সালে বিয়ে হয় আদিত্য-রানর। এরপর কাজলের জন্য যশরাজ ফিল্মসের দরজা বন্ধ হয়ে যায়।

দুই বোনের তিক্ততা এতটাই চরমে পৌঁছেছিল যে, রানীর বিয়েতেও উপস্থিত হননি কাজল। তবে সময়ের সঙ্গে সঙ্গে তিক্ততার তীব্রতা হয়তো কিছুটা প্রশমিত হয়েছে। আগে প্রকাশ্যে দুই বোন একে অন্যের প্রসঙ্গে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকতেন।

এখন দুজনে নিজেদের ঝামেলা আড়ালে রাখেন। তবে ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর ২০ বছর উপলক্ষে গত বছর একটি টেলিভিশন শো-এ হাজির ছিলেন কাজল-শাহরুখ-রানী। সেখানে কাজলকে ধন্যবাদ জানান রানী। বলেন, ক্যারিয়ারের শুরুতে কঠিন সময়ে তার পাশে ছিলেন দিদি কাজল।

তবে কাজল নিজস্ব ভঙ্গিতেই হাসতে হাসতে বলেন, তার মনেই পড়ছে না রানীকে কবে তিনি সাহায্য করেছেন! কারণ, তার কথায়, রানীর কোনোদিন সাহায্য প্রয়োজনই হয়নি। ক্যারিয়ারের প্রথম দিকের সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর প্রথম শটেই নাকি তারকাসুলভ শট দিয়ে বাজিমাত করেছিলেন ১৭ বছর বয়সী রানী মুখার্জি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া