নিজস্ব প্রতিবেদক :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দুইপক্ষের মারামারির ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে রাজধানীর বাংলামোটরে সংগঠনটির কার্যালয়ে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন- ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইমরান সরকার (২১), তেজগাঁও কলেজের জান্নাতুল মিম (২২), আবরার (২২), আল আমিন (২৫), আফসার উদ্দিন (২৫), কবি নজরুল কলেজের আসিফ (২৪) ও ডেমরা বড় মাদ্রাসার শিক্ষার্থী মাসুদ (২৪)।
আল আমিন জানান, গতকাল যাত্রাবাড়ী এলাকায় সমন্বয়কদের মধ্যে মতবিনিময় সভা ছিল। সেখান নাঈম হামিদ পৃথু নামে এক শিক্ষার্থী ও আন্দোলনের সক্রিয় সদস্যকে মারধর করেন আশিকুজ্জামান হৃদয়, শিমুল, আশিকসহ আরও কয়েকজন। তারাও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য। সেই ঘটনার মীমাংসার জন্য আজ দুপুরে প্রধান কার্যালয়ে বসে আলোচনার কথা ছিল।
সেই অনুযায়ী সবাই সেখানে উপস্থিত হন। এক পর্যায়ে কার্যালয়ের ভেতরে আজও তাদের মিটিংয়ে আহত করা হয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে দাবি আল আমিনের।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, বাংলামোটর থেকে আহত হয়ে সাতজন এসেছেন। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পরিদর্শক ফারুক আরও বলেন, তাদের হাত, মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।