বর্ষায় এমনিতেই পদ্মার ভরা যৌবন এখন। তীব্র স্রোতের বেগ। তার উপর বৈরী আবহাওয়ার কারণে আরও উত্তাল হয়ে উঠেছে দেশের প্রধান এ নদী। এ কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটি) আরিচা অঞ্চলের সহকারী পরিচালক (ট্রাফিক) ফরিদুল আলম বলেন, সকাল থেকে পদ্মা নদী এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।
আরও পড়ুন : মুন্সিগঞ্জের গজারিয়ায় বরযাত্রীর লঞ্চ থামিয়ে ডাকাতি
সেই সঙ্গে ঝড়ো বাতাস বইছে। যে কারণে নৌরুটে দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
নদী এলাকায় আবহাওয়া স্বাভাবিক হয়ে আসলে লঞ্চ চলাচল শুরু হবে বলে জানান তিনি।
লঞ্চ চলাচল বন্ধ থাকায় পদ্মার পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে বহু যাত্রী আটকা পড়েছেন। তারা ফেরিতে করে পারাপার হচ্ছেন। এতে করে ভোগান্তি বেড়েছে।