শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৮:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

বেহাল মহাসড়ক

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
আপডেট : বুধবার, ২২ জুলাই, ২০২০

ভাটিয়াপাড়া-যশোর-খুলনা-বেনাপোল আঞ্চলিক মহাসড়কের বেহাল। যাত্রী ভোগান্তি চরম আকার ধারণ করেছে। স্থানীয় প্রশাসন চেষ্টা করেও রক্ষা করতে পারছে না সড়কটি।

জানা গেছে, ভাটিয়াপাড়া-যশোর-খুলনা-বেনাপোল সড়কটি দেশের দক্ষিণাঞ্চলের ছয়টি জেলার মানুষের যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্ব বহন করে। হাজার হাজার মানুষ প্রতিদিন এই সড়কে যাতায়াত করে। এ ছাড়া বেনাপোল বন্দর থেকে দেশের বিভিন্ন স্থানে শত শত পণ্যবাহী ট্রাক যাতায়াত করে। সবদিক দিয়েই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্থানীয়রা জানায়, গুরুত্বপূর্ণ এই সড়কটির কাশিয়ানী উপজেলার ভাটয়াপাড়া-কালনা ফেরিঘাট পর্যন্ত চার কিলোমিটার রাস্তা গত চার বছরে তেমন কোনো সংস্কার করেনি গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ। অন্যদিকে দীর্ঘদিন ধরে বালু ব্যবসায়ীরা সড়কের পাশে বালুর চাতাল করে রমরমা ব্যবসা করে আসছে। বালুর চাতালের পানি সড়কের ওপরে জমা হয়ে রাস্তা দেবে যেতে থাকে। বর্তমানে ওই পাকা সড়কটি আর অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখলে মনে হয় এটি একটি খাল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ জনান, সড়কটি রক্ষা করতে কয়েকবার মোবাইল কোর্টের মাধ্যমে বালুর চাতাল মালিকদের জরিমানা করা হয়েছে। তেমন কোনো ফল আসেনি।

সড়কটি যানবাহন চলাচলের অনুপোযোগী স্বীকার করে গোপালগঞ্জ সওজের আঞ্চলিক প্রকৌশলী মো. সাকিরুল ইসলাম জানান, বালুর চাতাল এবং ধারণক্ষমতার বাইরে বালুবোঝাই ১০ চাকার ট্রাক চলাচলের করার কারণে দ্রুত রাস্তাটি নষ্ট হয়ে গেছে। আমরা চেষ্টা করেও রক্ষা করতে পারিনি সড়কটিকে। বৃহস্পতিবার সকাল থেকে আবারো উচ্ছেদ অভিযান চালানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ

আবহাওয়া