বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করছেন বানি কাপুর। গত সপ্তাহে স্কটল্যান্ডে আসন্ন ছবি ‘বেল বটম’-এর শুটিং শুরু করেছেন অক্ষয় কুমার।
এই ছবিতে বলিউডের এই অভিনেতার বিপরীতে দেখা যাবে বানি কাপুরকে।
এবার নিজের ভাগের শুটিংয়ে অংশ নেওয়ার জন্য স্কটল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েছেন বানি কাপুর।
আরও পড়ুন : শাহরুখের নতুন সিনেমা আসছে : মাতোয়ারা ভক্তকূল
বুধবার (২ সেপ্টেম্বর) মুম্বাই বিমানবন্দরে তাকে ক্যামেরাবন্দি করেছেন আলোকচিত্রীরা। এসময় বলিউডের এই অভিনেত্রীর পরনে দেখা গেছে নীল শার্ট, কালো রঙের লেগিংনস ও বুট। মুখে মাস্ক তো ছিলোই।
করোনাভাইরাসের কারণে দেওয়া লকডাউন শিথিল করার পর ‘বেল বটম’ হচ্ছে বলিউডের প্রথম ছবি। যার শুটিংয়ের জন্য দেশের বাহিরে অবস্থান করছে ছবির পুরো সেট। বানি কাপুর সেই সেটের সঙ্গে যোগ দেয়ার জন্যই বুধবার রওনা করেছেন।